Sunday, December 7, 2025
HomeSports Newsস্বপ্নপূরণ হতেই কান্নায় ভেঙে পড়লেন বিরাট

স্বপ্নপূরণ হতেই কান্নায় ভেঙে পড়লেন বিরাট

- Advertisement -

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৮৭,০০০-এরও বেশি দর্শকের সামনে এক ঐতিহাসিক মুহূর্তে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতেছে। ফাইনালে পাঞ্জাব কিংস (PBKS)-এর বিরুদ্ধে ৬ রানের রোমাঞ্চকর জয়ে আরসিবি তাদের দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন পূরণ করেছে। এই জয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন বিরাট কোহলি (Virat Kohli), যিনি ম্যাচের শেষ মুহূর্তে আবেগে ভেঙে পড়েন এবং চোখের জলে মাঠে মুখ লুকান।

ম্যাচে পিবিকেএস প্রথমে টস জিতে আরসিবিকে ব্যাটিংয়ে পাঠায়। কোহলির ৪৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংসের সৌজন্যে আরসিবি ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। এরপর ক্রুনাল পান্ড্যা এবং ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে পিবিকেএস-কে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রানে আটকে দেওয়া হয়। শেষ ওভারে, যখন জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে, সীমানার কাছে ফিল্ডিং করা কোহলি আবেগ সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন। শেষ বলটি বোল্ড হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর স্বপ্ন বাস্তবে রূপ নেয়। মাঠে মুখ গুঁজে কাঁদতে থাকা কোহলিকে সতীর্থরা ঘিরে ধরে। এরপর এক বিশাল গ্রুপ হাগে দলটি তাদের আনন্দ উদযাপন করে।

   

আরসিবি অধিনায়ক রজত পতিদার ম্যাচের আগের দিন বলেছিলেন, তারা কোহলির জন্য শিরোপা জিততে চান। দলটি ঠিক তাই করে দেখিয়েছে। কোহলি এই জয়কে তাঁর ক্যারিয়ারের শ্রেষ্ঠ মুহূর্তগুলোর একটি হিসেবে আখ্যায়িত করেছেন। সম্প্রচারকদের সঙ্গে কথোপকথনে তিনি বলেন, “আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে অবশেষে এই শিরোপা আমার হাতে এসেছে। দলকে সাহায্য করার জন্য আমরা বিভিন্ন উপায় খুঁজে বের করি। এই ম্যানেজমেন্ট এবং দলটি সত্যিই অসাধারণ। নিলামের পর অনেকে আমাদের নিয়ে প্রশ্ন তুলেছিল, কিন্তু দ্বিতীয় দিনের মধ্যেই আমরা আমাদের দল নিয়ে খুশি ছিলাম। আমার সম্পর্কে অনেক কথা হয়েছে, কিন্তু এই জয় বেঙ্গালুরুর জন্য। এই মুহূর্তটি আমার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর মধ্যে একটি।”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular