টি-টোয়েন্টির দশ হাজারের ক্লাবে ঢুকলেন কিং কোহলি

স্পোর্টস ডেস্ক: চলতি আইপিএল শেষ হলেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়বেন বিরাট কোহলি (Virat Kohli)। টি টোয়েন্টি বিশ্বকাপের পর দেশের অধিনায়কত্বও ছাড়বেন তিনি। দেশের অধিনায়কত্ব…

স্পোর্টস ডেস্ক: চলতি আইপিএল শেষ হলেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়বেন বিরাট কোহলি (Virat Kohli)। টি টোয়েন্টি বিশ্বকাপের পর দেশের অধিনায়কত্বও ছাড়বেন তিনি। দেশের অধিনায়কত্ব ছাড়লে তাঁর জায়গায় দলের নতুন নেতা হবেন রোহিত শর্মা। সেই রোহিতের দলের বিরুদ্ধেই আবার নিজের জাত চেনালেন তিনি।

Advertisements

আরও পড়ুন IPL: আরসিবি ছাড়তে পারেন বিরাট, স্টেইনের মন্তব্যে তুঙ্গে কোহলির দলবদলের জল্পনা

Advertisements

আরও পড়ুন অধিনায়কোচিত মনোভাবের অভাব, বিরাটের বিরুদ্ধে নালিশ গেল শাহের কাছে

মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪২ বলে তিনটি চার ও তিনটি ছক্কায় ৫১ রান করার পথে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়ন্টি ফর্ম্যাটে ১০ হাজার রানের মালিক হয়ে যান কোহলি| দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের ১৪তম আসরের ৩৯তম ম্যাচ খেলতে নামার আগে টি-টোয়েন্টির সব ধরনের ৩১৩ ম্যাচে ৯ হাজার ৯৮৭ রানের অধিকারী ছিলেন বিরাট।

Virat Kohli first Indian and seventh player overall to reach 9000 T20 runs  - Sportstar

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৪ হাজার ২৭৫ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। ১১ হাজার ১৯৫ রান করে দ্বিতীয় স্থানে আছেন ক্যারিবীয়ান তারকা ব্যাটসম্যান কায়রন পোলার্ড। তৃতীয় স্থানে রয়েছেন ১০ হাজার ৮০৮ রানের মালিক পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক।