Cristiano Ronaldo: চানঘরে রোনাল্ডো, উঁকি দিলেন লাখো মানুষ

সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন নিজের পছন্দের তারকার অন্দরমহলে উঁকি মারা এমন কোনো ব্যাপারই নয়। তারকারাই অনুরাগীদের সেই সুযোগ করে দেন। নিজেদের দৈনন্দিন জীবনের যাবতীয় খুঁটিনাটি…

Cristiano Ronaldo

সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন নিজের পছন্দের তারকার অন্দরমহলে উঁকি মারা এমন কোনো ব্যাপারই নয়। তারকারাই অনুরাগীদের সেই সুযোগ করে দেন। নিজেদের দৈনন্দিন জীবনের যাবতীয় খুঁটিনাটি ভক্তদের সামনে তুলে ধরেন তাঁরা। সেই সোশ্যাল মিডিয়াতেই এবার ভাইরাল হল ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) স্নানের ভিডিও। ইনস্টাগ্রামে সেই ঘটনার সাক্ষী থাকলেন সিআরসেভেনের প্রায় ৭ লক্ষ অনুরাগী।

সোশ্যাল মিডিয়ায় নিজেই অনেক কিছুই পোস্ট করে থাকেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস হয়ে ফের এখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেই ফিরে আসা রোনাল্ডো ৷ নিজের ওয়ার্ক আউটের ভিডিও থেকে শুরু করে পরিবারের সাথে সময় কাটানো, সন্তানদের সাথে খুনসুটি, নিজের খাওয়া দাওয়া সব কিছুই নিজের অনুরাগীদের সাথে ভাগ করে নেন তিনি।

Advertisements

তবে এর আগে রোনাল্ডোর মতো অন্য্ কোনো তারকাই নিজের স্নানের ভিডিও পোস্ট করেছেন কিনা নিয়ে সন্দেহ রয়েছে নেটিজনেদের। ইনস্টাগ্রামে এক মিনিটেরও কম সময়ের ওই লাইভ ভিডিও ৷ ভিডিওয়ে দেখা যায় অন্তর্বাস পরে শাওয়ারের নীচে দাঁড়িয়ে স্নান করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ দেখার জন্য একেবারে হুড়োহুড়ি পড়ে যায় তাঁর অনুরাগীদের।