সোনার পদক পাবেন ভিনেশ ফোগাট? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটের (Vinesh Phogat) সঙ্গে যা হয়েছে, সেটা আপাতত কারোর কাছেই অজানা নয়। এবারের অলিম্পিক টুর্নামেন্টে ভিনেশ মহিলাদের ৫০…

Vinesh Phogat

২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাটের (Vinesh Phogat) সঙ্গে যা হয়েছে, সেটা আপাতত কারোর কাছেই অজানা নয়। এবারের অলিম্পিক টুর্নামেন্টে ভিনেশ মহিলাদের ৫০ কেজি বিভাগে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু, ফাইনাল ম্যাচের আগে তাঁর শারীরিক ওজন মাত্র ১০০ গ্রাম বেশি হওয়ার কারণে খেলার সুযোগও দেওয়া হয়নি। সেইসঙ্গে হাতছাড়া হয়েছে রুপোর পদকও। তবে এবার ভিনেশ ফোগাটতে নিয়ে বড়সড় একটি আপডেট প্রকাশ্যে এসেছে। সোনার পদক পেতে পারেন ভারতের এই মহিলা রেসলার? অবাক হলেন? তাহলে বাকিটুকু আপনাকে পড়তেই হবে।

ভিনেশ ফোগাটকে নিয়ে সর্বখাপ মহাপঞ্চায়েত সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। জানা গিয়েছে, তারা ভিনেশ ফোগাটকে সোনার পদক দিয়ে সম্মান জানাবে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিস্তর আলোচনা শুরু হয়ে গিয়েছে। সর্বখাপের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিনেশ দেশে ফেরার পর তাঁকে মহাসমারোহে শুভেচ্ছা জানানো হবে। সেইসঙ্গে তাঁর হাতে একটি সোনার পদক তুলে দেওয়া হবে।

   

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, প্যারিস অলিম্পিক থেকে ভিনেশের এই ছিটকে যাওয়ার ঘটনাকে অনেকেই ‘অমানবিক’ বলে উল্লেখ করেছিলেন। অনেকে তো আবার এই দাবিও করেছিলেন যে ভিনেশকে যেন রুপোর পদক দেওয়া হয়। এই মর্মে ভিনেশ নিজেও কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসে একটি মামলা দায়ের করেছিলেন। কিন্তু, বুধবার (১৪ অগস্ট) রাতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে ভিনেশের যাবতীয় আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। শুক্রবার এই মামলার রায়দানের কথা থাকলেও বুধবার রাতে আচমকাই তা খারিজ করে দেওয়া হয়।

আদালতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে অলিম্পিক কুস্তিতে আগে যে নিয়ম বহাল ছিল, ভিনেশের জন্য তা বদল করা হবে না। সেটা মেনে নিতে হবে। অর্থাৎ ৫০ কেজির ফ্রি-স্টাইল ইভেন্টের ফাইনালে ভিনেশ উঠলেও, এই তালিকায় সকলের শেষে তাঁর নাম থাকবে।