‘ওরা আমাকে সোনার পদক দেয়নি…’ দেশে ফিরেই বিস্ফোরক ভিনেশ

অলিম্পিক শেষে প্যারিস থেকে দেশে ফিরলেন ভারতের তারকা মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। তাঁকে স্বাগত জানাতে কয়েক হাজার সমর্থক দিল্লি বিমান বন্দরে উপস্থিত হয়েছিলেন।…

Vinesh Phogat

অলিম্পিক শেষে প্যারিস থেকে দেশে ফিরলেন ভারতের তারকা মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। তাঁকে স্বাগত জানাতে কয়েক হাজার সমর্থক দিল্লি বিমান বন্দরে উপস্থিত হয়েছিলেন। সমর্থকদের পাশাপাশি তাঁর সতীর্থ রেসলারও হাজির ছিলেন বিমানবন্দরে। এমন অভ্যর্থনা দেখার পর খুব স্বাভাবিকভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন ভিনেশ। শেষপর্যন্ত কেঁদেই ফেললেন। যদিও তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং প্যারিসে তাঁর সঙ্গে যা হয়েছে, এই ব্যাপারে এই প্রথমবার প্রতিক্রিয়া দিলেন তিনি।

কী বললেন ভিনেশ ফোগাট?
ভারতের এই তারকা কুস্তিগীর বললেন, ‘সমর্থকদের থেকে তিনি যে ভালোবাসা পেয়েছেন, তারজন্য চিরকৃতজ্ঞ থাকবেন। আমাকে ওরা সোনার পদক দেয়নি তো কী হয়েছে। ভারতে ফিরে আমি যে সম্মান এবং ভালোবাসা পেয়েছি, সেটা ১,০০০ সোনার পদকের সমান। প্রসঙ্গত, ভিনেশ ফোগাটকে অভ্যর্থনা জানাতে বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং কংগ্রেস সাংসদ দীপেন্দ্র সিং হুডাও উপস্থিত ছিলেন। এমনকী, তাঁর জন্য রোড-শো আয়োজন করা হয়েছিল।

   

কী বললেন বজরং পুনিয়া?
এই প্রসঙ্গে বজরং পুনিয়া বললেন, একজন চ্যাম্পিয়নের মতোই ভিনেশকে স্বাগত জানানো হয়েছে। এই আয়োজনের জন্য ও ধন্যবাদও জানিয়েছে। কীভাবে রাস্তার ফুটপাথ থেকে ভিনেশ পোডিয়াম পর্যন্ত এগিয়ে গিয়েছিল, তা গোটা দেশ প্রত্যক্ষ করেছে। অন্যদিকে, সাক্ষী মালিক বললেন, ‘আজ যথেষ্ট বড় একটা দিন। গোটা দেশের মহিলাদের জন্য ভিনেশ যা করেছে, সেটা সত্যিই প্রশংসনীয়। আমার আশা, আগামীদিনেও ও যথেষ্ট সম্মান পাবে। আমাদের প্রত্যেকের কাছেই ভিনেশ ফোগাট একজন অলিম্পিক চ্যাম্পিয়ন।’

১০০ গ্রাম অতিরিক্ত ওজনের কারণে ছিটকে যান ভিনেশ
২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাট মহিলাদের ৫০ কেজি বিভাগে অংশগ্রহণ করেছিলেন। প্রথম ম্যাচেই তিনি বিশ্ব চ্যাম্পিয়নকে পরাস্ত করেছিলেন। এরপর টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনাল ম্য়াচে ধামাকাদার জয়লাভ করে ফাইনাল ম্য়াচের টিকিট কনফার্ম করেছিলেন তিনি। কিন্তু, ফাইনাল ম্যাচের দিন সকালবেলা তাঁর শারীরিক ওজন ১০০ গ্রাম বেশি হয়। সেকারণে তাঁকে এই ইভেন্টে ‘অযোগ্য’ বলে ঘোষণা করা হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি বিশেষ আদালতে আবেদনও করেছিলেন। প্রথিতযশা আইনজীবী হরিশ সালভে তাঁর হয়ে লড়াই করেছিলেন। কিন্তু, বিশেষ আদালত শেষপর্যন্ত ভিনেশের আবেদন খারিজ করে দেয়।