ভিনেশ ফোগাটের জন্য ‘সুখবর’, বড়সড় আপডেট WFI-এর

২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতের মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat) ৫০ কেজি বিভাগে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু, ফাইনাল ম্য়াচের আগেই অতিরিক্ত ওজনের কারণে তাঁর নাম বাতিল…

Vinesh Phogat

২০২৪ প্যারিস অলিম্পিকে ভারতের মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat) ৫০ কেজি বিভাগে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু, ফাইনাল ম্য়াচের আগেই অতিরিক্ত ওজনের কারণে তাঁর নাম বাতিল হয়ে যায়। এরপর ভিনেশ বিশেষ আদালতে রুপোর পদকের জন্য আবেদন করেছিলেন। তবে এখনও পর্যন্ত কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টসের পক্ষ থেকে কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে ভারতীয় রেসলিং ফেডারেশনের জন্য ভিনেশের জন্য একটা বড়সড় আপডেট নিয়ে এসেছে।

WFI-এর সহ সভাপতি জয়প্রকাশ চৌধুরির বড় মন্তব্য
কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস ইতিমধ্যে ভিনেশ বিতর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও কয়েকদিন অতিরিক্ত সময় নিয়েছে। এই ব্যাপারে WFI-এর সহ সভাপতি জয়প্রকাশ চৌধুরি বললেন, এমনটা একেবারেই উচিত হয়নি। তবে আমি মনে করি যে এমনটা একেবারেই উচিত হয়নি। তবে আমি মনে করি যে ভিনেশের স্বপক্ষেই এই রায়দান হতে পারে। আমার মনেপ্রাণে বিশ্বাস যে এবারের অলিম্পিক থেকে ভিনেশ একটা না একটা পদক পাবেই।

   

জয়প্রকাশ আরও যোগ করেছেন, এই ঘটনায় আসল দোষী হলেন ভিনেশের কোচিং স্টাফ। কোনও অ্যাথলিটের ওজন আদৌ ঠিকঠাক থাকছে কি না, তা একমাত্র তার কোচই বলতে পারবে। এবার আগামী ১৬ অগস্ট কী সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেটাই আপাতত দেখার। যেভাবে আইনজীবীরা লড়াই করছেন, তাতে আশা করা যায় ভালো কিছুই হবে। দেশের প্রধানমন্ত্রীও গোটা বিষয়টার উপর নজর রেখেছেন। সবকিছু বিচার করে মনে হচ্ছে, সিদ্ধান্ত আমাদের পক্ষেই আসবে।

১৬ অগস্ট আসবে সিদ্ধান্ত
ইতিপূর্বে ভিনেশ ফোগাটের রুপোর পদক জয়ের ব্যাপারে গত ১৩ অগস্ট সিদ্ধান্ত গ্রহণের কথা ছিল। কিন্তু, সেই সময়সীমা ১৬ অগস্ট পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এরপর কোটি-কোটি দেশবাসী আপাতত ১৬ অগস্টের দিকে তাকিয়ে রয়েছেন। আশা করা হচ্ছে, এই সিদ্ধান্ত ভিনেশের পক্ষেই যাবে এবং তিনি রুপোর পদক জয় করতে পারবেন।