Vinesh Phogat: কুস্তিকে ‘আলবিদা’ জানালেন ভিনেশ ফোগাট

Vinesh Phogat

প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) বিতর্কের মধ্যে কুস্তিকে বিদায় জানালেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। বৃহস্পতিবার ভোরে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতের তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাট। ‘এক্স’-এ আবেগঘন বার্তা শেয়ার করেছেন তিনি।

কলকাতায় চলে এলেন মোহনবাগানের দিমি

   

ভিনেশ ফোগাট ‘এক্স’-এ বলেছেন, ‘মা কুস্তি জিতে গিয়েছে, আমি হেরে গিয়েছি। ক্ষমা করবেন আমাকে। আপনাদের ভরসা, আমার সাহস সব শেষ হয়ে গিয়েছে। আমার মধ্যে আর শক্তি নেই। বিদায় কুস্তি ২০০১-২০২৪। আপনাদের প্রত্যেকের কাছে আমি ঋণী থাকবো।’

প্রসঙ্গত, বুধবারই প্যারিস অলিম্পিক ২০২৪-এ ৫০ কেজি ফ্রিস্টাইল ফাইনাল থেকে ‘অযোগ্য’ ঘোষণা করা হয় ভিনেশকে। ২৯ বছর বয়সী কুস্তিগীর ভিনেশ ফোগাট শেষ দিনে ওজন করার সময় নির্ধারিত সীমার চেয়ে কিছুটা বেশি ওজন পাওয়া গিয়েছিল। যার পরে তাঁকে ফাইনাল ম্যাচে অযোগ্য ঘোষণা করা হয়।

গ্যারেজে বিলাসবহুল গাড়ি, ব্যাঙ্কে কোটি-কোটি টাকা! বিসিসিআই থেকে কত স্যালারি পান জয় শাহ?

অশান্তির জের, ভাঙচুর করে ট্রফি লুট বাংলাদেশের দুই ফুটবল ক্লাবে

অবসর নেওয়ার আগে প্যারিস অলিম্পিকে মহিলাদের কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনাল থেকে অযোগ্য ঘোষিত হওয়ার বিরুদ্ধে বুধবার কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) কাছে আবেদন করেছেন বলে জানা গিয়েছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন