মুম্বই থেকে কলকাতায় (Kolkata) আসছিল বিমান। মাঝ আকাশে কালবৈশাখীর কবলে রাজস্থান রয়্যালস। ভয়াবহ এক অভিজ্ঞতা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) ফ্র্যাঞ্চাইজি টিমের। সোশ্যাল মিডিয়ায় ভিডিও (Video) শেয়ার করেছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)।
আইপিএল প্লে-অফ্ খেলার জন্য কলকাতায় আসছিল রাজস্থান রয়্যালস। প্রতিপক্ষ গুজরাট টাইটনন্স। তাদের বিমান যখন মাঝ আকাশে তখন কালবৈশাখীর দাপট চলছে কলকাতায়। দলের বিমানও খারাপ আবহাওয়ার সম্মুখীন। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাগ করা হয়েছে। ভিডিওটিতে যুক্ত করা হয়েছে জনপ্রিয় মিম ‘ল্যান্ড কারা দে’।
🛫 Based on a true experience! 😂#RoyalsFamily | #HallaBol pic.twitter.com/p5KSFH09CB
— Rajasthan Royals (@rajasthanroyals) May 22, 2022
শনিবার বিকেলে ৯০ কিলোমিটার বেগে ঝড় হয়েছিল কলকাতায়। সঙ্গে বৃষ্টি, বিজ্রবিদ্যুৎ। শহরের বিভিন্ন প্রান্তে ভেঙে পড়েছে গাছ, জমেছে জল। রাজ্যের অন্যান্য জায়গাতেও দাপট দেখিয়েছে কালবৈশাখী। হয়েছে জীবনহানি।
<
p style=”text-align: justify;”>কালবৈশাখীর দাপটে ইডেন গার্ডেন্সের পিচ কভার উড়ে গিয়েছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে মাঠে ছুটে এসেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন বিকেলেই আইপিএল ম্যাচের জন্যই ইডেন পরিদর্শনে এসেছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীথ গোয়েল। তিন বছর পর কলকাতায় আইপিএল প্লে অফ ম্যাচ ফিরছে। আগামী ২৪ ও ২৫ মে কলকাতায় প্লে অফের ম্যাচ রয়েছে।