হাইল্যান্ডারদের বিরুদ্ধে শুভাশিস বোসের গোল ভিডিও ভাইরাল

Subhasish Bose

বৃ্হস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ATKমোহনবাগান ২-১ গোলে জিতেছে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। জয়সূচক গোল এসেছে ৮৯ মিনিটে খেলার অন্তিম লগ্নে। দিমিত্রি পেট্রাটোসের দুরন্ত ক্রস থেকে অসাধারণ হেডারে দলকে জয় এনে দেন ম্যাচের নায়ক শুভাশিস বোস (Subhasish Bose)।

Advertisements

এই মুহুর্তে শুভাশিসের করা ওই গোল আলোচনার কেন্দ্রে। ইন্ডিয়ান সুপার লিগের(ISL) টুইটার হ্যান্ডেলে শুভাশিস বোসের গোলের ওই মুহুর্তটি সংক্ষিপ্ত সময়ের ভিডিও আকারে পোস্ট হতেই তা ভাইরাল হয়ে উঠেছে।ওই টুইট পোস্টের ক্যাপসনে লেখা হয়েছে,”@subhasis_bose15 এর অলরাউন্ড পারফরম্যান্স সহ একজন দেরীতে ম্যাচ বিজয়ী তাকে গত রাতে হিরো অফ দ্য ম্যাচ জিতেছে⭐

প্রসঙ্গত, লিগ টেবলের সবচেয়ে নীচে থাকা দল নর্থইস্টে ইউনাইটেড এফসির বিরুদ্ধে সহজ ম্যাচ কঠিন করে জেতা এবং গোলের একাধিক সুযোগ নষ্ট করার প্রসঙ্গে সবুজ মেরুন ফুটবলার শুভাশিস বোস বলেছেন,”ম্যাচে দুই দলই সুযোগ পেয়েছে। দুই দলই গোল করেছে। কিন্তু আমাদের টিম স্পিরিট অনেক ভাল ছিল। একসঙ্গে আক্রমণে উঠে আমরা গোল আনতে পেরেছি। শেষ মিনিটে হেড করে যে গোল করতে পেরেছি, তার কৃতিত্ব পুরো দলকে দিতে চাই।”

Advertisements

এর পাশাপাশি সবুজ মেরুন খেলোয়াড় টিমম্যান পেট্রাটোসের প্রশংসা করতে গিয়ে বলেন, “দিমিত্রি খুব ভাল বলটা দিয়েছিল। পুরো দলেরই সাহায্য পেয়েছি। খুব ভাল খেলেছি আমরা।” খেলার শেষ মুহুর্ত পর্যন্ত টানটান উত্তেজনাতে ভরে ছিল খেলার রেজাল্ট। সবুজ মেরুন ভক্তদের চোখের সামনে একের পর এক গোলের সুযোগ নষ্ট হওয়ার মুহুর্তে মুখের ভাব ফ্যাকাসে হয়ে আসছিল।কিন্তু খেলার শেষের বাশি বাজার আগের ক্ষণে গোল করে তিন পয়েন্ট টিমকে দিতেই রাতারাতি স্টারডাম এনে দিয়েছে শুভাশিস বোসকে।