Durand Cup: ট্রাইবেকারে জয় পেয়ে ডুরান্ড ফাইনালে মোহনবাগান

ডুরান্ড কাপ (Durand Cup) সেমিফাইনালে বেঙ্গালুরু এফসির বিপক্ষে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। নির্ধারিত সময়ের শেষে বজায় ছিল ২-২ গোলের অমীমাংসিত ফলাফল। যারফলে…

Mohun Bagan Secures Spot in Durand Cup Final

ডুরান্ড কাপ (Durand Cup) সেমিফাইনালে বেঙ্গালুরু এফসির বিপক্ষে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। নির্ধারিত সময়ের শেষে বজায় ছিল ২-২ গোলের অমীমাংসিত ফলাফল। যারফলে পরবর্তীতে ট্রাইবেকারে চলে যায় ম্যাচ। সেখানেই ৪-৩ গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করল জোসে মোলিনার ছেলেরা।

তবে শুরুটা খুব একটা ভালো ছিলনা সবুজ-মেরুনের। প্রতিপক্ষের আক্রমণ বারংবার চাপে ফেলে দিয়েছিল আলবার্তো রদ্রিগেজদের। ম্যাচের ঠিক ৪৩ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে যান সুনীল ছেত্রী।তারপরে কয়েকবার প্রতি আক্রমণে উঠে ও সেভাবে সুবিধা করতে পারেনি বাগান ব্রিগেড। যারফলে প্রথমার্ধের শেষে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে বেঙ্গালুরু এফসি।

   

দ্বিতীয়ার্ধের শুরুতে ও দেখা যায় সেই একই পরিস্থিতি। ৫০ মিনিটের মাথায় দ্বিতীয় গোল তুলে নেয় জেরার্ড জারাগোজার দল। বেঙ্গালুরুর জার্সি গোল করে যান ভিনিত ভেঙ্কটেশ। ব্যবধান বেড়ে যাওয়ার ফলে যথেষ্ট চাপে পড়ে যায় সবুজ-মেরুন। তবে দ্বিতীয় গোল হজমের পর ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ আসলেও তা কাজে লাগাতে পারেননি গ্ৰেগ স্টুয়ার্ট।

তবে বাগান ফুটবলারদের আটকাতে গিয়ে ৫৬ মিনিটের মাথায় গোল বক্সে মনবীর সিংকে ফাউল করেন রাহুল ভেকে। পেনাল্টি পায় মোহনবাগান। সেখান থেকেই গোল করে যান অজি তারকা দিমিত্রি পেত্রাতোস। তারপর সময় যত এগিয়েছে ততই চাপ বাড়াতে থাকে বাগানের আপফ্রন্ট। তারপর ৮৫ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় ফেরান অনিরুদ্ধ থাপা। সেখান থেকেই ম্যাচ চলে যায় ট্রাইব্রেকারে।

সেখানেও প্রথম থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায় দুই দলের মধ্যে। তবে শেষ পর্যন্ত বিশাল কাইথের দক্ষ হাতে আটকে যেতে হয় রাহুল ভেকের দলকে।