প্রয়াত দেশের হকি নায়ক ভেস পেজ, পিতৃহারা হলেন লিয়েন্ডার

কলকাতা: ভারতের প্রাক্তন হকি অলিম্পিয়ান এবং খ্যাতনামা স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ ভেস পেজ প্রয়াত। বয়স হয়েছিল ৮০ বছর। টেনিস তারকা লিয়েন্ডার পেজের বাবা ভেস দীর্ঘদিন অসুস্থ…

Ves Paes passes away

কলকাতা: ভারতের প্রাক্তন হকি অলিম্পিয়ান এবং খ্যাতনামা স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ ভেস পেজ প্রয়াত। বয়স হয়েছিল ৮০ বছর। টেনিস তারকা লিয়েন্ডার পেজের বাবা ভেস দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার ভোর ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে লিয়েন্ডার তাঁর পাশেই ছিলেন।

অলিম্পিক্সে ভারতের ব্রোঞ্জজয়ী হকি দলে ছিলেন ভেস

১৯৭২ সালের মিউনিখ অলিম্পিক্সে ভারতের হয়ে ব্রোঞ্জজয়ী হকি দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ছিলেন ভেস। তার আগের বছর, ১৯৭১ সালের বার্সেলোনা হকি বিশ্বকাপেও ভারতকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন তিনি। শুধু হকি নয়, ক্রিকেট, ফুটবল ও রাগবিতেও ছিল তাঁর সমান দাপট। ১৯৯৬ থেকে ২০০২ পর্যন্ত ভারতের রাগবি ইউনিয়নের সভাপতির দায়িত্ব সামলেছেন।

   

১৯৪৫ সালে গোয়ায় জন্ম ভেসের। খেলাধুলার পাশাপাশি পড়াশোনায়ও ছিলেন মেধাবী। কলকাতায় চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করার পর খেলাধুলোর প্রতি গভীর ভালোবাসা থেকে বেছে নেন স্পোর্টস মেডিসিনে বিশেষজ্ঞ হওয়ার পথ। এই ক্ষেত্রে তাঁর কাজ বিশ্বজুড়ে প্রশংসিত হয়। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও বিসিসিআইয়ের সঙ্গে যুক্ত থেকে ডোপিং-বিরোধী কর্মসূচি বাস্তবায়নে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। ক্রীড়াবিদদের মধ্যে ডোপিংয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে তাঁর উদ্যোগ ছিল অনন্য।

ছেলে লিয়েন্ডারের অনুপ্রেরণা ছিলেন ভেস পেজ Ves Paes passes away

খেলোয়াড় ও চিকিৎসকের অভিজ্ঞতার মিশ্রণে ভেস ক্রীড়াবিদদের শারীরিক সমস্যার গভীরতা বুঝে তাঁদের সহায়তায় কাজ করেছেন। তাঁর অবদান ভারতের খেলাধুলোর মানোন্নয়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।

Advertisements

লিয়েন্ডার পেজ একাধিকবার জানিয়েছেন, তাঁর টেনিসজীবনের সাফল্যের পেছনে বাবার অবদান অপরিসীম। শৈশবে ফুটবলার হওয়ার স্বপ্ন থাকলেও অলিম্পিকে ফুটবল খেলার সুযোগ সীমিত দেখে লিয়েন্ডার বেছে নেন টেনিস—আর সেই সিদ্ধান্তে অনুপ্রেরণা জুগিয়েছিলেন ভেস। ১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিকে ব্রোঞ্জজয়ী হয়ে ছেলের হাত ধরে ভারত আবারও অলিম্পিক মঞ্চে গর্বের স্বাদ পেয়েছিল।

Sports News: Indian Olympian and renowned sports medicine expert Ves Paes, father of tennis star Leander Paes, has passed away at 80. A bronze medalist in hockey, his contributions to sports and anti-doping initiatives were significant.