এশিয়া কাপে দল ঘোষণার কয়েকঘন্টা আগে গম্ভীরকে নিয়ে বড় উক্তি ‘মিস্ট্রি স্পিনারের’

এশিয়া কাপের (Asia Cup 2025) দল ঘোষণার ঠিক আগে ভারতীয় দলের ( Indian Cricket Team) ‘মিস্ট্রি স্পিনার’ বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) মুখ খুললেন প্রধান কোচকে…

Varun Chakaravarthy showered praise on Indian Cricket Team coach Gautam Gambhir ahead of Asia Cup 2025 squad announcement

এশিয়া কাপের (Asia Cup 2025) দল ঘোষণার ঠিক আগে ভারতীয় দলের ( Indian Cricket Team) ‘মিস্ট্রি স্পিনার’ বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) মুখ খুললেন প্রধান কোচকে নিয়ে। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) প্রশংসায় পঞ্চমুখ হয়ে বরুণ জানালেন, এই প্রাক্তন ক্রিকেটার শুধুমাত্র কৌশলগত দিক থেকে নয়, মানসিকভাবে দলের প্রতিটি খেলোয়াড়কে বদলে দিতে সক্ষম হয়েছেন। তাঁর কথায়, “গম্ভীর সাজঘরে নিয়ে এসেছেন এক ‘যোদ্ধার মানসিকতা’, যা আমাদের দলের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে।”

২০২৪ সালের আইপিএলে কেকেআরের মেন্টর হিসেবে দায়িত্ব নেওয়ার পর গম্ভীর আবার নিজেকে প্রমাণ করেছিলেন। তিনি শুধুই একজন প্রাক্তন ওপেনার নন, একজন দুর্দান্ত নেতা এবং কৌশলবিদ। তাঁর অধীনে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। সেই দলেরই সদস্য ছিলেন বরুণ চক্রবর্তী। সেখানেই গম্ভীরের সঙ্গে বরুণের সম্পর্কের শুরু।

   

বরুণ বলেন, “গম্ভীর ভাই সব সময় আমাকে অনুপ্রাণিত করেছেন। খুব বেশি কথা না বললেও, ওনার কথাগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। আমাকে বলতেন ‘যেই তোকে উপেক্ষা করুক না কেন, আমি তোকে আমার পরিকল্পনায় রাখছি।’ এই কথাগুলো আমার আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছে।”

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ ব্যর্থতার পর বরুণ ভেবেই নিয়েছিলেন, তাঁর আন্তর্জাতিক কেরিয়ার শেষ। কিন্তু ২০২৫ সালের বেশকিছু গুরুত্বপূর্ণ সিরিজে তাঁর দলে প্রত্যাবর্তন প্রমাণ করে, প্রত্যেকটা গল্পে ফিরে আসার একটা সুযোগ থাকে। বরুণের এই প্রত্যাবর্তনের পিছনে দু’জন ব্যক্তির নাম উঠে এসেছে বারবার সূর্যকুমার যাদব ও গৌতম গম্ভীর।

বরুণ জানান, “বাংলাদেশ সফরের আগেই সূর্য বলেছিল, ‘তোমার দিকে আমার নজর আছে, আমি তোমাকে দলে চাই।’ একইভাবে গম্ভীর ভাইও পাশে ছিলেন। এই দু’জনের বিশ্বাসই আমাকে আবার জাতীয় দলে ফিরিয়ে এনেছে।”

তিনি আরও বলেন, “ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও আমরা দেখেছি, গম্ভীর দলের সঙ্গে থেকে কীভাবে খেলোয়াড়দের মানসিকভাবে তৈরি করে তুলেছেন। সেই যুদ্ধজয়ী মানসিকতা আমাদের কেকেআরে যেমন সাহায্য করেছে, তেমনই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কাজে লেগেছে।”

Advertisements

২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক করেন বরুণ। এখনও পর্যন্ত ১৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৩টি উইকেট নিয়েছেন ৭.০২ ইকোনমি রেটে। আইপিএলে তাঁর পারফরম্যান্সও প্রশংসনীয়। ৮৪ ম্যাচে ১০০ উইকেট, ইকোনমি ৭.৫৭।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Kolkata Knight Riders (@kkriders)

এশিয়া কাপ ২০২৫ আগে নিজের ফিটনেস ও দক্ষতা নিয়ে নতুন করে কাজ শুরু করেছেন বরুণ। তিনি জানিয়েছেন, “আইপিএলের পর সাদা বলের খেলোয়াড়রা প্রয়োজনে বিশ্রাম পেয়েছে। আমি টিএনপিএলে খেললেও প্রায় এক মাস বিশ্রামে ছিলাম। এবার নিজের ফিটনেস, শক্তি ও স্কিল নিয়ে আরও কাজ করব। নিজেকে এখন খুব ফ্রেশ লাগছে।”

ভারত তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ৯ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। ১৪ সেপ্টেম্বর পাকিস্তান এবং ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে গ্রুপ ম্যাচ খেলবে তারা। সম্ভাব্য সেই দলে থাকছেন বরুণ চক্রবর্তীও।

Varun Chakaravarthy showered praise on Indian Cricket Team coach Gautam Gambhir ahead of Asia Cup 2025 squad announcement