দশম শ্রেণির বোর্ডে ফেল? আইপিএল সর্বকনিষ্ঠ খেলোয়াড়কে নিয়ে বিতর্কের ঝড়

বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) মাত্র ১৪ বছর বয়সী এক ক্রিকেট প্রতিভা। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল নিলামে ১.১০ কোটি টাকায় চুক্তিবদ্ধ হয়ে সংবাদের শিরোনামে এসেছেন। তিনি…

Vaibhav Suryavanshi Creates History

বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) মাত্র ১৪ বছর বয়সী এক ক্রিকেট প্রতিভা। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল নিলামে ১.১০ কোটি টাকায় চুক্তিবদ্ধ হয়ে সংবাদের শিরোনামে এসেছেন। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2025) সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন। এরপর থেকে তিনি দলের ব্যাটিং লাইনআপের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। তবে, তাঁর ক্রিকেটীয় সাফল্যের পাশাপাশি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্ক তাঁর নামের সঙ্গে জড়িয়ে পড়েছে।

বিতর্কের উৎস কী?
সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে যে বৈভব দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ফেল করেছেন। এই গুজবের সূত্রপাত একটি ফ্যান পেজ “Satirelogy” থেকে, যেখানে ভাইববের কথিত পরীক্ষায় ফেল করার বিষয়ে একটি কৌতুকপূর্ণ পোস্ট করা হয়। পোস্টটিতে হাস্যরসাত্মকভাবে দাবি করা হয়েছিল যে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ভাইববের পরীক্ষার খাতা পুনরায় মূল্যায়নের জন্য “ডিআরএস-স্টাইল রিভিউ”র অনুরোধ করেছে। যদিও পোস্টটি স্পষ্টভাবে বিনোদনের জন্য এবং স্যাটায়ার হিসেবে চিহ্নিত ছিল। তবে অনেকেই এটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে বিভ্রান্ত হয়েছেন। এই গুজবের ফলে অনলাইনে তীব্র আলোচনার সৃষ্টি হয়।

   

কিন্তু সত্যিটা কী? বৈভব বর্তমানে বিহারের তাজপুরের মডেস্টি স্কুলে অষ্টম শ্রেণির ছাত্র। তাই তাঁর দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় অংশ নেওয়ার বা ফেল করার কোনো প্রশ্নই ওঠে না। এই গুজব সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি কৌতুকের ভুল ব্যাখ্যা থেকে উদ্ভূত।

Vaibhav Suryavanshi
Vaibhav Suryavanshi

বৈভব ক্রিকেট যাত্রা
ভাইবব সূর্যবংশী ২৭ মার্চ, ২০১১ সালে বিহারের তাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র চার বছর বয়স থেকে তিনি তাঁর বাবার কাছে ক্রিকেট শেখা শুরু করেন। নয় বছর বয়সে তিনি সমস্তিপুরের একটি ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেন, যেখানে তাঁর প্রতিভা দ্রুত সকলের নজরে আসে। ১২ বছর বয়সে তিনি ভিনু মানকড় ট্রফিতে পাঁচটি ম্যাচে ৪০০ রান সংগ্রহ করে সকলকে মুগ্ধ করেন। ২০২৪ সালের জানুয়ারিতে তিনি বিহারের হয়ে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন এবং রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নাম লেখান।

ক্রিকেটের পাশাপাশি ভাইববের শিক্ষার প্রতিও মনোযোগ রয়েছে। তবে, এত কম বয়সে ক্রিকেট ও পড়াশোনার মধ্যে ভারসাম্য রক্ষা করা তাঁর জন্য একটি বড় চ্যালেঞ্জ। তাঁর পরিবার এবং কোচ তাঁকে উভয় ক্ষেত্রেই সমর্থন দিয়ে চলেছেন।

আগামীর পথ
বৈভবের প্রতিভা তাঁকে ক্রিকেট জগতে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামী ১৮ ও ২০ মে রাজস্থান রয়্যালসের বাকি ম্যাচ গুলোতে তাঁকে মাঠে দেখা যাবে। তাঁর অনুরাগীরা আশা করছেন, এই তরুণ তারকা আরও অনেক রেকর্ড গড়বেন। তিনি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হয়ে উঠবেন।