ডার্বিতে মোহনবাগানের পারফরম্যান্স নিয়ে কী বললেন উৎসব পারেখ ?

গত শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মরসুমের প্রথম ডার্বি ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল মহামেডান স্পোর্টিং (Mohammedan SC) ক্লাবের বিপক্ষে। শেষ…

ডার্বিতে মোহনবাগানের পারফরম্যান্স নিয়ে কী বললেন উৎসব পারেখ ?

গত শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মরসুমের প্রথম ডার্বি ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল মহামেডান স্পোর্টিং (Mohammedan SC) ক্লাবের বিপক্ষে। শেষ পর্যন্ত তিন গোলের ব্যবধানে পড়শীদেরকে পরাজিত করে মোহনবাগান (Mohunbagan SG)। প্রথমবার সবুজ-মেরুন জার্সিতে গোল পেয়েছেন অজি গোলমেশিন জেমি ম্যাকলারেন। যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের। মাঝে বেশ কিছুদিনের বিরতি। তারপর ফের বড় ম্যাচ খেলতে নামবে জোসে মোলিনার ছেলেরা।

Read More মহামেডান সমর্থকদের উদ্দেশে বিশেষ টিফো বাগান সমর্থকদের

ডার্বিতে মোহনবাগানের পারফরম্যান্স নিয়ে কী বললেন উৎসব পারেখ ?

যেখানে তাঁদের লড়াই করতে হবে ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে। সেই হাইভোল্টেজ ম্যাচের আগে এই জয় যথেষ্ট অক্সিজেন জোগাবে দলের অন্দরে। সেটা ভালো মতোই জানেন সকলে। তাই গত মহামেডান ম্যাচে মাঠে থেকেই দলের পারফরম্যান্সের দিকে নজর রেখেছিলেন বাগান কর্নধার সঞ্জীব গোয়েঙ্কা। এছাড়াও বাগান সচিব দেবাশিস দত্ত সহ উপস্থিত ছিলেন বিনয় চোপড়া এবং উৎসব পারেখ। দলের পারফরম্যান্স যথেষ্ট খুশি করেছে তাঁদের সকলকে‌। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঠিক এমনটাই জানালেন উৎসব পারেখ।

Read More মহামেডানের বিরুদ্ধে ম্যাচ জেতার রহস্য ফাঁস বাগান অধিনায়কের

তিনি বলেন, ” মোহনবাগান দলের এই পারফরম্যান্স যথেষ্ট পরিতৃপ্তিমূলক থেকেছে। প্রতিপক্ষ দল ও ভালো খেলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আমরাই সেরার সেরা হিসেবে উঠে এসেছি। আমাদের দলের ফুটবলাররা ভালো খেলেছে। সেই নিয়ে আমি যথেষ্ট খুশি।’ সেইসাথে অজি গোলমেশিন জেমি ম্যাকলারেনের গোলের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” জেমি মোহনবাগান দলের হয়ে প্রথম গোল করেছে। খুব ভালো গোল হয়েছে। এছাড়াও বাকিরা দুর্দান্ত খেলেছে।”

Read More হারলেও পাকিস্তান ম্যাচ জিতে সেমিতে প্রবেশের অঙ্ক কষছেন হরমনপ্রীতরা

আগামী ১৯ শে অক্টোবর সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে সবুজ-মেরুন। সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন সেই ম্যাচের দিকে ও আমাদের নজর থাকবে। মহামেডান ম্যাচের মতো সেখানে ও ফুটবলাররা নিজেদের সেরা পারফরম্যান্স তুলে ধরার চেষ্টা করবে।