Tuesday, October 14, 2025
HomeSports NewsLove Story: ক্রিকেটারের স্ত্রী ৯ বছরের ছোট, বিয়ের জন্য ধর্ম বদল, সৌন্দর্যে...

Love Story: ক্রিকেটারের স্ত্রী ৯ বছরের ছোট, বিয়ের জন্য ধর্ম বদল, সৌন্দর্যে অভিনেত্রীকেও হার মানান

অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করলেন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার উসমান খাজা(Usman Khawaja)। খাজা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জন্মগ্রহণ করেন। এই বাঁ-হাতি ব্যাটসম্যান সম্প্রতি বলেছিলেন যে তিনি পাকিস্তানের হয়ে ক্রিকেট না খেললেও তাঁর জন্মের দেশটিকে তিনি খুব ভালোবাসেন। খাজা খুব অল্প বয়সেই অস্ট্রেলিয়া গিয়েছিলেন। ২০১১ সালে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক হয়। বর্তমানে, তিনি লাল বলের ক্রিকেটের উজ্জ্বল ব্যাটসম্যানদের একজন। খাজার প্রেমের গল্পটাও (Usman Khawaja and Rachel McLellan Love Story ) খুব মজার। পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটারকে বিয়ে করার জন্য তার থেকে নয় বছরের ছোট একটি মেয়েকে বিয়ে করেছেন তিনি।

Advertisements

আরও পড়ুন: Harmanpreet kaur: টি-টোয়েন্টি সিরিজ হারার পর ‘বিস্ফোরক’ ভারতীয় অধিনায়ক  

Advertisements

উসমান খাজা বর্তমানে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজে খেলার প্রস্তুতি নিচ্ছেন। অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের মধ্যে ৩ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি (AUS vs PAK) ১৪ ডিসেম্বর পার্থের WACA স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খাজার স্ত্রীর নাম ব়্যাচেল ম্যাকক্লেলান। খাজা ও রাহেলের বাগদান হয় ২০১৬ সালে। বাগদানের ২ বছর পর অর্থাৎ ২০১৮ সালে দুজনেই বিয়ে করেন। বিয়ের আগে রাহেল একজন ক্যাথলিক খ্রিস্টান ছিলেন। তবে বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলামি রীতি অনুযায়ী বিয়ে হয়েছে দুজনের।

আরও পড়ুন:Rahul Dravid: দক্ষিণ আফ্রিকা সফরে সমস্যায় দ্রাবিড়, নিতে হবে চরম সিদ্ধান্ত!  

কোনো চাপ ছাড়াই ধর্মান্তরিত হয়েছেন রাহেল’
Rachel (Rachel McLellan) খুব সুন্দর। তিনি তার সৌন্দর্য দিয়ে হলিউড অভিনেত্রীদের হারান। র‍্যাচেল তার সৌন্দর্যের জন্য খবরে রয়েছেন। খাজার বয়স ৩৬ বছর আর রাহেলের বয়স ২৭ বছর। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় রাহেল। ইনস্টাগ্রামে রাহেলের ১১৪K অনুসরণকারী রয়েছে। উসমান খাজা ও রাহেলের দুই মেয়ে। খাজা ও র‍্যাচেলের প্রথম দেখা হয় সিডনিতে। ধর্ম পরিবর্তনের বিষয়ে উসমান খাজা বলেছিলেন, রাহেল কোনো চাপ ছাড়াই ধর্মান্তরিত হয়েছেন। খাজা বলেন, রাহেলা নিজের পছন্দে ইসলাম গ্রহণ করেছেন।

আরও পড়ুন: India vs South Africa: গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন তারকা ক্রিকেটার 

খাজা রাহেলকে তার ২১ তম জন্মদিনে প্রস্তাব দেন
উসমান খাজা তার ২১ তম জন্মদিন উপলক্ষে ২০১৬ সালে রাচেলকে প্রস্তাব করেছিলেন। অস্ট্রেলিয়ান ক্রিকেটার নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ঘোড়ায় চড়ে রাচেলের কাছে তার ভালোবাসার কথা জানিয়েছিলেন। উসমান খাজা অস্ট্রেলিয়ান দলে আছেন এবং বাইরে আছেন তবে তার স্ত্রী সবসময় কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছেন। তার বয়স যখন চার বছর, খাজার পরিবার ইসলামাবাদ থেকে নিউ সাউথ ওয়েলসে চলে আসে।

Rana Das
Rana Dashttps://kolkata24x7.in/
Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.
RELATED ARTICLES

Most Popular

Recent Comments