Usain Bolt: ১০ কোটি টাকা প্রতারণার কবলে বোল্ট!

আর্থিক প্রতারণার কবলে অলিম্পিক্সে সোনাজয়ী স্প্রিন্টার উসেইন বোল্ট (Usain Bolt)। একটি সংস্থায় বিনিয়োগ করে তাঁর অ্যাকাউন্ট থেকে খোয়া গেল প্রায় ১০ কোটি টাকা।

Usain Bolt

short-samachar

আর্থিক প্রতারণার কবলে অলিম্পিক্সে সোনাজয়ী স্প্রিন্টার উসেইন বোল্ট (Usain Bolt)। একটি সংস্থায় বিনিয়োগ করে তাঁর অ্যাকাউন্ট থেকে খোয়া গেল প্রায় ১০ কোটি টাকা। ঘটনার তদন্ত শুরু করেছে জামাইকার ফিনানসিয়াল সার্ভিস কমিশন। দীর্ঘদিন ধরেই সংস্থার সঙ্গে যুক্ত অলিম্পিক্সে আট সোনাজয়ী বোল্ট।

   

সংস্থার বিরুদ্ধে স্প্রিন্টারের অভিযোগের ভিত্তিতে বিনিয়োগ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে জামাইকার ফিনানসিয়াল সার্ভিস কমিশনের পক্ষ থেকে। অ্যাথলেটিক্স থেকে অবসর নেওয়ার পর উসেইন বোল্ট ব্যবসায় একাধিক সংস্থায় বিনিয়োগ করেছিলেন। এখন অ্যাকাউন্ট ফাঁকা। আদালতের দ্বারস্থ বোল্টের আইনজীবী।

বোল্টের ম্যানেজার নুগনেন্ট ওয়াকার বলেন বোল্ট এই সংস্থার সঙ্গে ১০ বছরেরও বেশি সময় ধরে যুক্ত। বোল্টের আইনজীবী লিন্টন পি গর্ডন বলেন, “বোল্টের সারাজীবনের উপার্জন জমা ছিল ওই অ্যাকাউন্টে। অবসরের পরেও বিপুল অঙ্কের বিনিয়োগ করেছিল বোল্ট। আর্থিক প্রতারণার পরে অ্যাকাউন্ট প্রায় ফাঁকা হয়ে গিয়েছে। মাত্র ১২ হাজার ডলার রয়েছে সেখানে।” ভারতীয় মুদ্রায় এর পরিমাণ ১০ কোটি টাকার কাছাকাছি। কিংস্টনের স্টকস অ্যান্ড সিকিউরিটি লিমিটেডের এই ঘটনা নিয়ে বিবৃতি, সংস্থার এক প্রাক্তন কর্মী আর্থিক তছরুপ করেছে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সঙ্গে সম্পত্তি পুনরুদ্ধার করতেও উদ্যোগী।