Mohun Bagan: বাগানের বিরুদ্ধে খেলতে চায় উরুগুয়ের ‘সবথেকে পুরোনো ক্লাব’

আন্তর্জাতিক ফুটবলেও সারা ফেলে দিয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যার অন্যতম কারণ লোপেজ হাবাস। হাইপ্রোফাইল এই কোচের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে দল। আগামী দিনে…

Albion FC Expresses Interest in Friendly Match Against Mohun Bagan Mohun Bagan: বাগানের বিরুদ্ধে খেলতে চায় উরুগুয়ের 'সবথেকে পুরোনো ক্লাব'

আন্তর্জাতিক ফুটবলেও সারা ফেলে দিয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যার অন্যতম কারণ লোপেজ হাবাস। হাইপ্রোফাইল এই কোচের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে দল। আগামী দিনে খেলতে চলেছে আন্তর্জাতিক ম্যাচ। সবকিছু ঠিকঠাক থাকলে উরুগুয়ের সবথেকে পুরনো ক্লাবের বিরুদ্ধে খেলতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট।

কোচিং কেরিয়ারকে বিদায় জানাতে চলেছেন লোপেজ হাবাস। অবসর নেওয়ার আগে একগুচ্ছ ট্রফি রয়েছে তাঁর ক্যাবিনেটে। বলিভিয়ার প্রাক্তন কোচ ভারতীয় ফুটবলেও সমান জনপ্রিয় হয়ে উঠেছেন সময়ের সঙ্গে সঙ্গে। মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল ফাইনাল খেলতে নামার আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে।

   

লোপেজ হাবাসকে উদ্দেশ্য করে হুয়ান আলভারেজ লিখেছেন, ‘মেরিনার্সরা আপনাকে মিস করবে। ইন্ডিয়ান সুপার লিগ আপনাকে মিস করবে।’ এরপরেই আসল খবর, উরুগুয়ের সবথেকে পুরনো ক্লাব অ্যালবিয়ন এফসি মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার ব্যাপারে আগ্রহী। বন্ধুত্বপূর্ণ এই ম্যাচের ব্যাপারে সবুজ মেরুন ক্লাবের সঙ্গে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে উৎসাহী হুয়ান আলভারেজ।

অ্যালবিয়ন এফসি উরুগুয়ের সেগুন্ডা ডিভিশনের ক্লাব। দেশের দ্বিতীয় সর্বোচ্চ ফুটবল লিগ এটি। অ্যালবিয়ন এফসি বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল ক্লাব হিসেবে পরিচিত। বলা হয়, এটাই সে দেশের সবথেকে পুরনো ফুটবল ক্লাব।