সম্প্রতি ভারতীয় ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ইস্যুতে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা ভারতীয় ফুটবলের ওপর নির্বাসনের খাঁড়া নামিয়েছিল। দেশের সুপ্রীম কোর্টের হস্তক্ষেপের জেরে এবং ফেডারেশনের নির্বাচন ইস্যুতে সম্মতির কারণে নিষেধাজ্ঞা শিথিল হয়েছে।কিন্তু ২ সেপ্টেম্বর নির্বাচনের ফলপ্রকাশ না হওয়া পর্যন্ত ভারতীয় ফুটবলে অস্বস্তি বজায় থাকবে। যদিও ফিফা নিজেদের কড়া অবস্থান থেকে সরে এসেছে।ফলে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ (Women’s World Cup) যা ভারতে আয়োজিত হওয়ার কথা তা নিয়ে ধোঁয়াশা অনেকটাই কেটে গিয়েছে।
এই প্রসঙ্গে ভারতের জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীর সাফ কথা,”আমি অত্যন্ত খুশি যে ভারত আসন্ন ফিফা অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ আয়োজন করছে।আমরা সবাই দেখেছি অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আমাদের তরুণ ছেলেদের জন্য কী করেছে। আমি কেবল কল্পনা করতে পারি যে ১৭ বছর বয়সী সমস্ত মেয়ের সাথে কী ঘটতে চলেছে, তবে আরও গুরুত্বপূর্ণ, এট কোন মাত্রায় সারা দেশের অনেক মেয়েকে আশা দেবে, যা খুবই গুরুত্বপূর্ণ।”
প্রসঙ্গত, ফিফার বর্তমানে ভারতীয় ফুটবল নিয়ে কড়া অবস্থান থেকে সরে আসার পরে ATK মোহনবাগানের এএফসি কাপের ইন্টারজোনাল সেমিফাইনাল ম্যাচ যা ৭ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল ওই ম্যাচ আয়োজনের সম্ভাবনায় সোনালি সূর্যের আভা দেখা দিয়েছে।
আবার, সেপ্টেম্বরে ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারত যে ফ্রেন্ডলি ম্যাচগুলো নির্ধারিত ছিল তা সময় অনুযায়ী আয়োজিত হবে৷ ২ সেপ্টেম্বর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন এবং তার ফলপ্রকাশ ভারতীয় ফুটবলে আগামী দিনে এক নতুন সোনালি সূর্যের উদয় ঘটবে এমন প্রত্যাশা দেশের ক্রীড়ামহল জুড়ে।