অশান্তির জের, ভাঙচুর করে ট্রফি লুট বাংলাদেশের দুই ফুটবল ক্লাবে

গত কয়েকমাস ধরেই ছাত্র আন্দোলনের জেরে বারংবার উত্তপ্ত হয়েছে বাংলাদেশ (Bangladesh)। সময়ের সাথে সাথে ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গোটা পরিস্থিতি। যারফলে পতন ঘটে শেখ…

Unrest Leads to Vandalism and Looting of Trophies at Abahani Limited Dhaka

গত কয়েকমাস ধরেই ছাত্র আন্দোলনের জেরে বারংবার উত্তপ্ত হয়েছে বাংলাদেশ (Bangladesh)। সময়ের সাথে সাথে ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় গোটা পরিস্থিতি। যারফলে পতন ঘটে শেখ হাসিনার সরকারের। কিন্তু তারপরে ও উত্তাল গোটা দেশ। হামলা চলতে থাকে সেদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান গুলিতে। জ্বালিয়ে দেওয়া হয় একাধিক বাসভবন।

সেই আঁচ এসে পড়েছে ক্রীড়াক্ষেত্রে। এবার ভাঙচুরের সাক্ষী থাকল বাংলাদেশের দুই বিখ্যাত ফুটবল ক্লাব শেখ জামাল ধানমন্ডি এবং ঢাকা ও আবাহনী। জানা গিয়েছে গত মঙ্গলবার রাতে ব্যাপক ভাঙচুর চলে এই দুই ক্লাব তাঁবুতে। আগুন লাগিয়ে দেওয়া হয় সেখানকার বিভিন্ন জিনিসপত্রে। কিন্তু এখানেই শেষ নয়। জানা গিয়েছে, ভাঙচুরের পাশাপাশি লুট হয়েছে ঢাকা আবাহনীর ট্রফি ক্যাবিনেট।

   

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গত ১৯৭৭ সাল থেকে ২০২৪ সাল মোট যে কয়টি ট্রফি জিতেছিল আবাহনী ক্লাব, সেই সবকটিই চলে গিয়েছে হামলাকারীদের দখলে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছে যে পরিচয় গোপন করে থাকতে হচ্ছে ক্লাব কর্তাদের। কিন্তু কেন ভাঙচুর চলল এই দুই

ক্লাবে?
সূত্রের খবর, প্রত্যেক বছর শেখ হাসিনার সরকারের তরফে বিরাট অঙ্কের অনুদান পেত ধানমন্ডি ও আবাহনী ক্লাব। যারফলে, এই দুই ক্লাবের উপরে রাগ উগড়ে দেন বাংলাদেশের জনগন।