লাল-হলুদ সংসার জুড়ে অশান্তির মশাল জ্বলে উঠেছে

গত সোমবার হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে ০-৪ গোলে হেরে ইন্ডিয়ান সুপার লীগের (ISL) লাস্ট বয়ের তকমা ফের সেটে গিয়েছে লাল হলুদ জার্সিতে (SC East Bengal)। এফসি…

East Bengal

short-samachar

গত সোমবার হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে ০-৪ গোলে হেরে ইন্ডিয়ান সুপার লীগের (ISL) লাস্ট বয়ের তকমা ফের সেটে গিয়েছে লাল হলুদ জার্সিতে (SC East Bengal)। এফসি গোয়ার বিরুদ্ধে নাওরেম মহেশের জোড়া গোলে বহু কাঙ্ক্ষিত সেশনের প্রথম জয়ের মুখ দেখেছিল লাল হলুদ জনতা। ব্যস ওই পর্যন্তই।

   

গোয়ার বিরুদ্ধে জিতে ISL পয়েন্ট টেবিলে ১০ নম্বরে উঠে ফের নিজামর্স’দের কাছে লজ্জার হারের জেরে ১১ তম স্থানে স্প্যানিয়ার্ড জাদুকর মারিও রিভেরার এসসি ইস্টবেঙ্গল।

আর এই লজ্জার হারের জন্য ম্যাচের ৮৫ মিনিটে মার্সেলোর আদায় করা পেনাল্টি ফ্রাঞ্জো কেন মারতে গেল তা নিয়েও এসসি ইস্টবেঙ্গল দলের অন্দরমহল জুড়ে বয়ে চলেছে বিতর্কের ফল্গুধারা।

হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে ম্যাচ শেষে কেন বসনিয়া- হার্জেগোভিনিয়ার সেন্ট্রাল ব্যাক ফ্রাঞ্জো পর্চে পেনাল্টি নিতে গেলেন? এমন প্রশ্নের জবাবে এক লহমায় এফসি গোয়ার বিরুদ্ধে জয়ের আনন্দের মুহুর্তে তকমা জুটে যাওয়া “The real Magician” হেডকোচ মারিও রিভেরা বলেছেন,ওই সময়ে আন্তোনিও বা সেম্বয় কেউই মাঠে ছিল না। ওরা থাকলে হয়তো ওরাই পেনাল্টি মারত। ফ্রানিও শটটা মারতে রাজি ছিল। তবে ওদের গোলকিপার(কাট্টিমনি) দারুন সেভ করেছে।”

কিন্তু রিভেরার এই জবাবে সন্তুষ্ট নয় লাল হলুদ জনতা। ডার্বি ম্যাচের আগের মুহুর্তের ম্যাচে ০-৪ গোলে হায়দরাবাদ এফসি’র বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গলের এমন লজ্জার পরাজয় নিয়ে বিতর্কে জেরবার হেডকোচ মারিও রিভেরা।

একে’তো ISL পয়েন্ট টেবিলে ১০ নম্বরে উঠে ফের নিজামর্সদের কাছে হেরে লাস্ট বয়ের(১১ তম) দাগ লাল হলুদ জার্সিতে, বিষের ওপর গোদ ফোঁড়া পেনাল্টি শুটার বাছাই নিয়ে বিতর্ক, সব মিলিয়ে হাইভোল্টেজ ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ATK মোহনবাগানের বিরুদ্ধে ২৯ জানুয়ারি, PJN স্টেডিয়াম ফতোর্দাতে খেলতে নামার আগে লাল হলুদ সংসার জুড়ে অশান্তির মশাল জ্বলে উঠেছে।