যত সময় যাচ্ছে দীনেশ দীপেশ (Dipesh Murmu) মুর্মুকে নিয়ে প্রত্যাশা ততই বাড়ছে। গতবারের মরসুমে রেকর্ড সময়ে হ্যাটট্রিক করে নজর কেড়েছিলেন। এবারের সিজনের শুরুতেও তাঁর বিস্ময় গোল। প্রতিপক্ষের বক্সের বাইরে থেকে গোল করলেন হুগলির বলাগড়ের দীপেশ মুর্মু।
East Bengal: ২ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে মাদিহ তালাল
বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগে (CFL 2024) ছিল একাধিক ম্যাচ। যার মধ্যে অন্যতম ডায়মন্ড হারবার এফসি বনাম ইউনাইটেড স্পোর্টসের ম্যাচ। বিধাননগরের মাঠে ম্যাচ। দুই দলের ফুটবলাররাই শুরু থেকে গোল তুলে নেওয়ার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলেন। তবে অহেতুক ঝুঁকি নিয়ে নয়। নিজেদের ঘর গুছিয়ে তবেই আক্রমণ।
ডায়মন্ড হারবার এফসি ও ইউনাইটেড স্পোর্টসের ফুটবলাররা গতিময় ফুটবল খেলতে গিয়ে বারবার ভুল করছিলেন। মুহুর্মুহু হচ্ছিল মিস পাস। মাঝে মধ্যে বাঁশি বাজাতে হচ্ছিল রেফারিকে। খেলার গতি কমিয়ে ম্যাচের রাশ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা করেছিল ডায়মন্ড হারবার এফসি। নিজেদের মধ্যে কিছু পাস খেলে আক্রমণ তৈরি করার চেষ্টা করেছিল কিবু ভিকুনার দল। তাতে কিছুটা সফলও হয়েছিল তারা। পেয়ে গিয়েছিল গোল। জবি জাস্টিনের গোলে এগিয়ে গিয়েছিল ডায়মন্ড হারবার এফসি।
CFL 2024: বাবা প্রয়াত, মা-এর মুখে হাসি ফোটাতে চাইছেন আগরপাড়ার গদাই
এক গোলে পিছিয়ে পড়ার পর খেলায় ফিরে আসার চেষ্টা করে ইউনাইটেড স্পোর্টস। ৩৯ মিনিটের মাথায় আচমকা বদলায় ম্যাচের স্কোরলাইন। মাঠে উপস্থিত সবাইকে বিস্মিত করে চোখ ধাঁধানো গোল করলেন দীপেশ মুর্মু। মাঝ মাঠের ডান প্রান্তে বল পেয়ে গিয়েছিলেন দীপেশ। বল পায়ে কিছুটা এগিয়ে চকিতে নেন শট। প্রতিপক্ষের বক্সের বেশ কিছুটা বাইরে থেকে শট নিয়েছিলেন। প্রতিপক্ষ দলের গোলকিপার চেষ্টা করেও বল আটকাতে পারেননি। গোল পেয়ে যান দীপেশ। সমতায় ফেরে ইউনাইটেড স্পোর্টস। বিরতির পর্যন্ত ম্যাচের স্কোরলাইন ছিল ১-১।