CFL : আট গোলের ম্যাচে হ্যাটট্রিক করলেন সুব্রত মুর্মু

জিতেই চলেছে ইউনাইটেড স্পোর্টস। কলকাতা ফুটবল লিগে (CFL) আপাতত অনবদ্য পারফরম্যান্স ক্লাবের। টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ম্যাচে হল আট গোল। হ্যাটট্রিক করেছেন সুব্রত মুর্মু। Advertisements আরও…

subrata-murmu

জিতেই চলেছে ইউনাইটেড স্পোর্টস। কলকাতা ফুটবল লিগে (CFL) আপাতত অনবদ্য পারফরম্যান্স ক্লাবের। টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ম্যাচে হল আট গোল। হ্যাটট্রিক করেছেন সুব্রত মুর্মু।

Advertisements

আরও পড়ুন: CFL: এবার রেডিওতে ধারাবিবরণী শোনা যাবে কলকাতা লিগের

   

কাঁকিনাড়ার মাঠে গোল বৃষ্টি। ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়েছিল ইউনাইটেড স্পোর্টস। বিরতির আগেই হয়েছিল তিন গোল। ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড। ম্যাচের প্রথম গোল ২০ মিনিটে। দীপেশ মূর্মুর করা গোল থেকে এগিয়ে গিয়েছিল দল। মিনিট দশ পরে ব্যবধানে দ্বিগুণ করেন তারক হেমব্রম। এর কিছু পরেই পেনাল্টি থেকে স্কোরলাইন ৩-০ করেন সুব্রত মুর্মু।

আরও পড়ুন: CFL: ফুটবল লিগের স্পনসর জুয়া কোম্পানি, ক্ষোভ উগরে দিল মহামেডান

বিরতির আগেই ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছিল ইউনাইটেড স্পোর্টস। কিন্তু খেলা তখনও বাকি ছিল। পাল্টা প্রত্যাঘাতের চেষ্টা করে টালিগঞ্জ অগ্রগামী। ততক্ষণে অবশ্য আরও দুটো গোল ইউনাইটেডের সুব্রত করে দিয়েছিল। ৬৯ মিনিটে হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি।

Advertisements

আরও পড়ুন: CFL : দুরন্ত রেলের ধাক্কায় দিশেহারা এরিয়ান ক্লাব

পাল্টা আক্রমণে উঠে এসে তিন গোল শোধ করেছিল টালিগঞ্জ। তবে শেষ রক্ষা আর হয়নি। ইউনাইটেডের পক্ষে ৫-৩ গোলে শেষ হয় ম্যাচ। যার সুবাবে তিন ম্যাচ খেলে ইউনাইটেড স্পোর্টসের পয়েন্ট বেড়ে হল ৯।