Kolkata Derby: ডার্বি ঘিরে জটিলতা, মাঠে নামবে মোহনবাগান?

আগামী ১৩ জুলাই কলকাতা ফুটবল লিগের ডার্বি (Kolkata Derby) ম্যাচ। পূর্ব ঘোষণা অনুযায়ী সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টসের। সেইমতো গতকাল…

Kolkata Derby Crisis: Mohun Bagan's Participation Hangs in the Balance

আগামী ১৩ জুলাই কলকাতা ফুটবল লিগের ডার্বি (Kolkata Derby) ম্যাচ। পূর্ব ঘোষণা অনুযায়ী সল্টলেক স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টসের। সেইমতো গতকাল থেকেই বিক্রি শুরু হয়ে গিয়েছে এই ডার্বি ম্যাচের টিকিট। কিন্তু আদৌ কি আয়োজিত হবে এই ডার্বি ম্যাচ? সেই নিয়ে দেখা দিল ধোঁয়াশা।

কলকাতা ফুটবল লিগের উত্তেজনাপূর্ণ এই ম্যাচকে কেন্দ্র করে বৃহস্পতিবার আইএফএ অফিসে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে ম্যাচ কমিশনার ও ম্যাচ রেফারির পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবের টিম ম্যানেজার উপস্থিত থাকলেও দেখা মেলেনি মোহনবাগানের টিম ম্যানেজারের। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও কাজের কাজ কিছুই হয়নি। স্বাভাবিকভাবেই শুরু করা যায়নি এই বৈঠক। কিন্তু কেন এদিন বঙ্গীয় ফুটবল ফেডারেশনের অফিসে এলেন না সবুজ-মেরুনের কোনও প্রতিনিধি? সেই নিয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।

   

তাহলে কি এবার ডার্বি খেলতে নারাজ মোহনবাগান সুপারজায়ান্টস? যদিও সেটা এখনো বলার সময় আসেনি। কিন্তু এদিনের মিটিংয়ে মোহনবাগানের অনুপস্থিতি নিয়ে হতবাক সকলেই। এই প্রসঙ্গেই পরবর্তীতে মুখ খোলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।

তিনি বলেন, ‘ম্যানেজারর্স মিটিংয়ের কথা আগে থেকেই দুই প্রধানকে জানানো হয়েছিল। কিন্তু ওনাদের কোনও প্রতিনিধি আসেননি। সেই নিয়ে এখনো পর্যন্ত আমাদের কিছু জানানো হয়নি। তবে ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। আমাদের সমস্ত ম্যাচ সূচী বেড়িয়ে গিয়েছে। বহুদিন আগেই সমস্ত কিছু জানানো হয়েছিল। ম্যাচের সময় ও ভেন্যু দুইয়ের উল্লেখ ছিল। কোন বিশেষ কারনেই হয়তো মোহনবাগানের তরফ থেকে কেউ আসতে পারেননি। কিন্তু তারা যে ম্যাচ খেলবে না সেই বিষয়ে কিছুই জানানো হয়নি।। স্বাভাবিকভাবেই ম্যাচ বাতিলের কোন প্রশ্ন ওঠেনা। ‘ তিনি আশাবাদী খুব শীঘ্রই গোটা পরিস্থিতির বদল ঘটবে। ডার্বি ম্যাচ নিয়ে মোহনবাগান নিজেদের অবস্থান স্পষ্ট করবে।