Monday, December 8, 2025
HomeSports NewsKKR vs RR: ১৭ তারিখে কেকেআর-এর ম্যাচ না-ও হতে পারে

KKR vs RR: ১৭ তারিখে কেকেআর-এর ম্যাচ না-ও হতে পারে

- Advertisement -

কলকাতা নাইট রাইডার্সের (KKR vs RR) ম্যাচকে কেন্দ্র করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সূচি মেনে না-ও হতে পারে কেকেআর-এর একটি ম্যাচ। সোমবার দুপুরে পাওয়া খবর অনুযায়ী, কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ পিছিয়ে দেওয়ার ব্যাপারে নেওয়া হতে পারে সিদ্ধান্ত।

আগামী ১৭ এপ্রিল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের হোম ম্যাচ নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই দিনে কেকেআর-এর রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলার কথা থাকলেও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এই ম্যাচটি অন্য কোনও দিন আয়োজন করতে পারে বলে মনে করা হচ্ছে। বোর্ড এই ম্যাচ রিসিডিউল করতে পারে এমন সম্ভাবনার কথা উঠে এসেছে রিপোর্টে। ফ্র্যাঞ্চাইজি, রাজ্য সংস্থা, ব্রডকাস্টার-সহ ম্যাচের সঙ্গে জড়িত সব পক্ষকেই এ ব্যাপারে বোর্ড আভাস দিয়েছে, এমনটাও দাবি করা হয়েছে ক্রিকবাজের রিপোর্টে।

   

IPL 2024: ধোনির দল হারতেই এক নম্বরে কেকেআর, পয়েন্ট তালিকায় অনেক বদল

রামনবমী উৎসবের কারণে তৈরি হয়েছে এই অনিশ্চয়তা। এই উত্সবটি দেশব্যাপী। রামনবমীর কথা মাথায় রেখে ম্যাচ অন্য কোনও দিন আয়োজনের সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। উৎসবের কারণে শহরের রাস্তায় জন প্লাবন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে নিরাপত্তার দিক খুঁটিয়ে দেখে তবেই ম্যাচ আয়োজন করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। সেই সঙ্গে দেশে এখন লোকসভা নির্বাচনের আহব। সব মিলিয়ে আগামী ১৭ এপ্রিল কেকেআর বনাম আরআর ম্যাচ আয়োজন করা হতে পারে খুব চ্যালেঞ্জিং।

রিপোর্টে বলা হয়েছে, বিসিসিআই ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া না হলেও বিসিসিআই দুই ফ্র্যাঞ্চাইজি এবং ব্রডকাস্টারদের সূচিতে সম্ভাব্য পরিবর্তনের সম্ভাবনা সম্পর্কে আগে থেকে ইঙ্গিত দিয়ে রেখেছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular