দর্শক শূন্য মাঠে মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি?

Mohun Bagan Super Giants vs. East Bengal Match

মোহন বাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গল ম্যাচকে কেন্দ্র করে রয়েছে অনিশ্চয়তা। অক্টোবরের শেষের দিকে ডার্বি। তখন উৎসবের ভরা মরসুম। এই পরিস্থিতিতে কলকাতায় বড় ম্যাচ আয়োজন করা আদৌ সম্ভব কি না সে ব্যাপারে রয়েছে প্রশ্ন।

Advertisements

অক্টোবরের ২৮ তারিখ ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচে মোহন বাগান সুপার জায়ান্ট বনাম ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে। ওই দিন কোজাগরী লক্ষ্মী পুজো। তার আগে দুর্গাপুজো। সব মিলিয়ে অক্টোবরে ভরা উৎসবের সময়। অক্টোবরের বেশিরভাগ দিন বন্ধ থাকবে যুবভারতী ক্রীড়াঙ্গনের দরজা। ফলে এই সময়কালে সেখানে কোনো ম্যাচ আয়োজন করা আদৌ সম্ভব কি না সে ব্যাপারে সংশয় দেখা দিয়েছে।

   

উৎসবের সময়ে বড় ম্যাচ আয়োজনের ক্ষেত্রে অন্যতম সমস্যা হয়ে দাঁড়ায় নিরাপত্তা। বিশেষ করে ডার্বির জন্য বাড়তি নিরাপত্তা দেওয়া তখন হয়তো সম্ভব হবে না। ম্যাচ সুষ্ঠুভাবে সম্পন্ন করা প্রশাসনের জন্য একটা চ্যালেঞ্জ। ফুটবল প্রেমীদের কেউ কেউ মনে করছেন, অক্টোবরের ২৮ তারিখে সল্টলেক স্টেডিয়ামে ম্যাচ না-ও হতে পারে।

এদিনের ম্যাচকে কেন্দ্র করে অনেক জল্পনা রয়েছে। পূর্ব নির্ধারিত দিনে ম্যাচ হলে সেটা কি যুবভারতী ক্রীড়াঙ্গনেই হবে? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এই মাঠে যদি খেলা হয়, তাহলে কি গ্যালারি ভর্তি দর্শক দেখা যাবে নাকি ম্যাচ হবে শূন্য মাঠে? অনেকের ধারণা, অন্য কোনো স্টেডিয়ামে ম্যাচ স্থানান্তর করা হতে পারে নতুবা পিছিয়ে দেওয়া হতে পারে ম্যাচের দিন। যদিও এই সব কিছুই আপাতত জল্পনার স্তরে রয়েছে। তবে সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements