Calcutta League: কলকাতা লিগের ম্যাচ দেখুন ১ টাকায়, কীভাবে সম্ভব?

Calcutta League

Calcutta League: গত কয়েকমাস আগেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে জানানো হয় যে এবার থেকে বিদেশি ফুটবলার ছাড়া করতে হবে কলকাতা লিগ। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় আইএফএ’র অন্দরে। যারফলে, এই নিয়ে এআইএফএফ কর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসে বঙ্গীয় ফুটবল সংস্থার কর্তারা। ঠিক হয় এবার থেকে বিদেশি ফুটবলার ছাড়াই আয়োজিত হবে প্রিমিয়ার ডিভিশন লিগ। সেইমতো প্রস্তুতি ও শুরু করে দেওয়া হয় তাদের তরফে। পাশাপাশি দল গোছানোর কাজ ও শুরু করে দেয় ক্লাব গুলি। কিন্তু এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের স্পনসরশিপ ও টেলিকাস্ট পার্টনার পাওয়া নিয়ে দেখা দিয়েছিল একাধিক সমস্যা।

অবশেষে সেই সমস্যার সমাধান হল এবার। গতকাল জানিয়ে দেওয়া হয় যে এবার থেকে একটি বিদেশি অ্যাপের মাধ্যমে দেখা যাবে কলকাতা লিগের সমস্ত ম্যাচের খেলা। বিশেষ সূত্র মারফত খবর, ইংল্যান্ডের স্পোর্টস টেলিকাস্ট টিমের অন্যতম অ্যাপ ‘ইন স্পোর্টস’ এর মাধ্যমে দেখানো হতে পারে আগত লিগের খেলা গুলি। তাই এবার আর টেলিভিশন চ্যানেল নয়। বরং নিজেদের ফোনেই দেখা যাবে কলকাতা লিগের খেলা। যা নিঃসন্দেহে বিরাট বড় উদ্যোগ। কিন্তু এক্ষেত্রে খরচ বা সাবস্ক্রিপশন সংক্রান্ত বিষয় নিয়ে ও উঠতে শুরু করেছিল একাধিক প্রশ্ন। তার ও সুরাহা এসে গেল এবার।

   

এবার ১ টাকার বিনিময়ে নাকি দেখা যাবে গোটা কলকাতা লিগ। অবাক লাগছে? কিন্তু এটাই সত্যি কথা। বর্তমানে এই লিগের সম্প্রচারের ক্ষেত্রে ও নাকি এটাই মূল ক্যাচ লাইন। যে “এক টাকায় কলকাতা লিগ”। অর্থাৎ ১৯৯টি ম্যাচের সম্পূর্ণ প্যাকেজটির দাম মাত্র ১৯৯ টাকা। তবে যদি কেউ নির্দিষ্ট কোনো ম্যাচ দেখতে চান তাহলে খরচ করতে হবে ২ টাকা। অপরদিকে যদি কলকাতার তিন প্রধানের খেলা দেখতে হয় তাহলে নিতে হবে বিশেষ পাস। যার নাম দেওয়া হয়েছে বিগ থ্রি।

এই বিশেষ পাসের মূল্য রাখা হয়েছে মাত্র ১৫০ টাকা। যার মাধ্যমে দেখা যাবে, নির্দিষ্ট সেই প্রধানের সমস্ত ম্যাচ। তবে তিন প্রধানের মধ্যে কোনো একটি দলের বিশেষ ম্যাচ দেখলে খরচ করতে হবে মাত্র ১০ টাকা। সব দিক থেকে খতিয়ে দেখলে অন্যান্য প্যাকেজ গুলির তুলনায় ফুটবলপ্রেমীদের কাছে যথেষ্ট সস্তা হতে চলেছে এটি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন