Cricket Record: ব্যাপারটা অবিশ্বাস্যই লাগবে। ১ বলে ২৮৬ রান! অথবা এক বলেই ইনিংস ঘোষণা করার আর কোনও নজির নেই ক্রিকেট ইতিহাসে। এক বলে সর্বোচ্চ কত রান হতে পারে? উত্তরটায় হয়তো দুই অঙ্ক স্পর্শ করবে না। কেননা একজন ব্যাটসম্যান সর্বোচ্চ ছক্কা হাঁকাতে পারেন। কিংবা দৌড়ে রান নেওয়ার পাশাপাশি ওভার থ্রোতে ৪ রান আসলে সংখ্যাটি বড়জোর ৭-৮ হতে পারে। কিন্তু যদি বলা হয়– এক বলে নেওয়া হয়েছে ২৮৬ রান! ব্যাপারটা অবিশ্বাস্যই লাগবে।
কিন্তু এমনই ঘটনা ঘটেছিলো অস্ট্রেলিয়ার ক্রিকেটে। ঘটনাটি ১৮৯৪ সালের। দেশটির প্রথম শ্রেণির ক্রিকেটে মুখোমুখি হয়েছিলো ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়া। ইনিংসের প্রথম বলেই সজোরে ব্যাট চালান ভিক্টোরিয়ার ব্যাটসম্যান।
মাঠের ভেতরেই ছিলো বিশাল আকৃতির একটি জাররাহ গাছ। গাছের ডালে গিয়ে আটকে যায় বলটি। বলটি এত ওপরে আটকে যায়, যা ফিল্ডারদের ধরাছোঁয়ার বাইরে ছিলো। বলটি হারিয়ে গেছে বলে আম্পায়ারের কাছে আবেদন করেন তারা। কিন্তু আম্পায়াররা অসম্মতি জানান, কেননা বলটি স্পষ্ট দেখা যাচ্ছিলো কোথায় আটকে আছে।
অন্যদিকে চতুর ব্যাটসম্যানরা দৌড় থামাননি। তাঁরা দৌড়াতেই থাকেন। ফিল্ডাররাও কম বুদ্ধিমান ছিলেন না। তাঁদের মধ্যে একজন কুঠার দিয়ে গাছ কেটে ফেলার চেষ্টা করতে থাকেন।
তাদের মধ্যে আরেকজন ছিলেন, যিনি কিনা আইনস্টাইনের চেয়েও বেশি বুদ্ধিমান। গুলি করে বল পাড়ার সিদ্ধান্ত নেন তিনি। যাই হোক শেষ পর্যন্ত কয়েকটা গুলি খরচের পর বলটি মাটিতে পড়ে।
দুর্ভাগ্যবশতঃ বলটি কোনও ফিল্ডারই ধরতে পারেনি। বলটি যখন তারা মাটি থেকে কুড়িয়ে নেয়, এরই মধ্যে ২৮৬ বার নিজেদের মধ্যে ক্রিজ বদল করে নেন ভিক্টোরিয়ার দুই ব্যাটসম্যান। এ সময় তাঁরা প্রায় ৬ কি.মি. পথ দৌড়ান। যেটা যুক্তরাজ্যের একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিলো। এই ঘটনার একমাত্র প্রমাণও এটি। এক বলে ২৮৬ রান তুলে ইনিংস ঘোষণা করে ভিক্টোরিয়া। ম্যাচটি তারা জিতেও যায়। এক বলেই ইনিংস ঘোষণা করার আর কোনো নজির নেই ক্রিকেট ইতিহাসে।