Fastest delivery of season: দিল্লি ম্যাচে নয়া রেকর্ড গড়লেন উমরান মালি

Umran Malik sets new record

এক সাক্ষাৎকারে উমরান মালিক (Umran Malik) জানিয়েছিলেন যে তাঁর লক্ষ্য ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতিতে বল করা। এবার নিজের লক্ষ্য এবং এবারের আইপিএলে নিজের রেকর্ড নিজেই ভেঙে ফেললেন জম্মু কাশ্মীরের এই তরুণ পেসার।

Advertisements

আজ মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৫৭ কিলোমিটার গতিতে একটি বল করলেন তিনি। এবং ডেভিড ওয়ার্নারকে ১৫৪.৮ কিলোমিটার গতিতে একটি বল করেন। এর আগে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৫৪ কিলোমিটার গতিতে বল করেছিলেন তিনি। তাও একবার নয়। একই ম্যাচে দু-দুবার।

মরসুমের দ্রুত গতির বল করার তালিকায় সিংহভাগই উমরানের নাম। কিন্তু তালিকায় শীর্ষে ছিলেন ফার্গুসন। সিএসকে ম্যাচের পর তাঁকেও টপকে গিয়েছিলেন উমরান। এবার দ্রুত গতির বল করার তালিকায় নিজেকেই টপকে দিলেন তিনি। এদিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দিল্লির ব্যাটিংয়ের সময় ১২ তম ওভারে একবার ১৫৪.৮ কিমি/ঘণ্টা গতিতে বল করেন। সেই সময় ক্রিজে ছিলেন ডেভিড ওয়ার্নার। এরপর ইনিংসের শেষ ওভারে ১৫৭ কিমি প্রতি ঘণ্টা গতিতে বল করেন। সেই বলটি তিনি করেছিলেন রভম্যান পাওয়েলকে।

Advertisements

ম্যাচে যদিও ৪ ওভার বল করে ৫২ রান দিলেও কোনও উইকেট তুলতে পারেননি উমরান। আগুন ঝরানো বোলিংয়ের সামনেও ২০৭ রান করে দিল্লি। আজ ডেভিড ওয়ার্নার ও রভম্যান পাওয়েলের অনবদ্য ঝুটিতে হায়দরাবাদকে দুশোর ওপর রানের লক্ষ্যমাত্রা দিয়েছে দিল্লি। ওয়ার্নার করেছেন ৫৮ বলে ৯২ রান। এবং পাওয়েল করেছেন ৩৫ বলে ৬৭ রান।

তাঁর এবারের মরসুমে সেরা পারফরম্যান্স ছিল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। সেই ম্যাচে ৪ ওভার বল করে ২৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। যদিও সেই ম্যচটি জিততে ব্যার্থ হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ।