Georgia vs Portugal: পেনাল্টি চেয়ে রোনাল্ডো পেলেন হলুদ কার্ড, হারল পর্তুগাল

চলতি উয়েফা ইউরোয় (UEFA Euro 2024) অঘটন। জর্জিয়ার কাছে হারল পর্তুগাল (Georgia vs Portugal)। শুরু থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) মাঠে থাকলেও বিশেষ কিছু করতে…

Georgia vs Portugal Euro 2024

চলতি উয়েফা ইউরোয় (UEFA Euro 2024) অঘটন। জর্জিয়ার কাছে হারল পর্তুগাল (Georgia vs Portugal)। শুরু থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) মাঠে থাকলেও বিশেষ কিছু করতে পারলেন না। পেনাল্টির আবেদন করলেও সাড়া দেননি রেফারি। উল্টে দেখালেন হলুদ কার্ড। মেজাজ হারালেন পর্তুগিজ মহাতারকা।

Copa America 2024: বিস্ময়কর গোল, লাফিয়েও বলের নাগাল পেল না গোলকিপার

   

ম্যাচ শুরু হওয়ার মিনিট দুয়েকের মধ্যেই গোল। পর্তুগালের ভুল পাস থেকে চকিতে আক্রমণ গড়ে তোলে জর্জিয়া। সেখান থেকে গোল করে যান Khvicha Kvaratskhelia। এক গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে সমতা ফেরানোর চেষ্টা করতে থাকে পর্তুগাল। জর্জিয়ার রক্ষণভাগে চাপ বাড়ানোর জন্য দূরপাল্লার শট নিতে থাকেন পর্তুগালের ফুটবলাররা।

পর্তুগালের বিরুদ্ধে রুখে দাঁড়ান জর্জিয়ার গোলরক্ষক Giorgi Mamardashvili। ভ্যালেন্সিয়ার হয়ে নব্বইয়ের বেশি ম্যাচ খেলা এই গোলরক্ষক পুর্তুগিজদের একাধিক প্রয়াস রুখে দিয়েছিলেন। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারে প্রতিপক্ষের বক্সে ঢুকে রক্ষণভাগের ফুটবলারদের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করেছিলেন রোনাল্ডো। বল নিয়ে এগোতে গিয়ে পড়ে যান মাটিতে। আবেদন জানান পেনাল্টির জন্য। রোনাল্ডোর ঠিক পিছনেই ছিলেন জর্জিয়ার এক ফুটবলার। কিন্তু রোনাল্ডোর পেনাল্টির আবেদন খারিজ করে দেন রেফারি।

 

Transfer News: আই লিগ জয়ী শট-স্টপারের চুক্তি বাড়িয়ে নিল ক্লাব

বিরতির পর পেনাল্টি পেয়ে যায় জর্জিয়া। গোল করতে ভুল করেননি Georges Mikautadze। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তির সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত নিয়েছিলেন রেফারি। ৫৭ মিনিটের পর কোনও পক্ষই গোল পায়নি। জর্জিয়ার পক্ষে ম্যাচ শেষ হয় ২-০ স্কোর লাইনে।