Monday, December 8, 2025
HomeSports Newsমোটা অফার পেয়েও ভারতে এলেন না UEFA Euro 2020 যোগ্যতা অর্জনকারী ফুটবলার

মোটা অফার পেয়েও ভারতে এলেন না UEFA Euro 2020 যোগ্যতা অর্জনকারী ফুটবলার

- Advertisement -

অর্থই সব কিছু নয়। ভারতীয় ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে মনে করছেন Declan Gallagher। সম্প্রতি আন্তর্জাতিক মিডিয়া রিপোর্টে উঠে এসেছে স্কটল্যান্ডের এই তারকা ফুটবলারের কথা। ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব Chennaiyin FC ডেকলানকে দলে নেওয়ায় ব্যাপারে মরীয়া ছিল। কথা এগিয়ে গিয়েছিল অনেক দূর। শেষ পর্যন্ত ভেস্তে যায় আলোচনা। ভারতে এলেন না Declan Gallagher।

এবারের ট্রান্সফার উইন্ডোতে ইতিমধ্যে হয়েছে অনেক দল বদল। বিশ্ব মানের ফুটবলাররা যোগ দিয়েছেন ভারতীয় ক্লাবগুলোতে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফুটবলার দলে নেওয়ার ব্যাপারে জোর চেষ্টা করেছিল ভারতের Chennaiyin FC। তাদের প্রধান কোচ ওয়েন কয়েল Declan Gallagher-কে ইন্ডিয়ান সুপার লীগে যোগ দেওয়ার ব্যাপারে প্রস্তাব দিয়েছিলেন। মোটা টাকার প্রস্তাব দিয়েছিল Chennaiyin FC। গ্যালাঘার হয়তো রাজিও হয়ে যেতেন। মেয়ের কান্না বদলে দিল সব সমীকরণ।

   

UEFA Euro 2020-এ যোগ্যতা অর্জন করেছিল স্কটল্যান্ড। দলের কৃতিত্বের নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন Declan Gallagher। জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও তিনি সফল। ভারতে আসার প্রস্তাব ভাবিয়ে তুলেছিল তাকে। মেয়ে আঁচ করতে পেরেছিল বাবা সম্ভবত অন্য দেশে যেতে পারে। এরপরেই কান্নার রোল। দুই সন্তানের পিতা সিদ্ধান্ত নিতে আর দেরি করেননি। ওয়েন কয়েলের সঙ্গে দীর্ঘ আলোচনা করার পরেও শেষ পর্যন্ত পিছিয়ে আসেন তিনি।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ৩২ বছর বয়সী স্কটিশ ফুটবলার বলেছেন, ‘Chennaiyin FC-এর প্রস্তাব যথেষ্ট লোভনীয় ছিল। কিন্তু মেয়ের কান্না শোনার পর অফার নাকচ করতে আর দেরি করিনি। অর্থ সব কিছু নয়। আমার বয়স এখন ৩২। দুই সন্তানের বাবা আমি। পরিবারের ভালো মন্দ বুঝে সিদ্ধান্ত নিতে হয়। Dundee United আমাকে দলে নিতে চেয়েছিল। তাদের প্রস্তাবে সায় দিয়েছেন। বিশ্বাস করি মাঠে এখনও ভালো কিছু করে দেখানোর মতো ক্ষমতা আমার মধ্যে রয়েছে।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular