উদয় সাহারানের বাবা নিজেও খেলেছেন ক্রিকেট, পেশায় আয়ুর্বেদ চিকিৎসক

Musheer Khan and Uday Saharan

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে মঙ্গলবার দক্ষিণ আফ্রিকাকে ৭ বল বাকি থাকতে ২ উইকেটে হারিয়েছে ভারত। ভারতীয় দলের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অধিনায়ক উদয় সাহারান। প্রতিপক্ষ দলের বিপক্ষে ৮১ রানের দারুণ ইনিংস খেলে দলকে ফাইনালে নিয়ে যান তিনি। ভারতের হয়ে ৯৬ রানের আগ্রাসী ইনিংস খেলেন শচীন ধাস।

Advertisements

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা ম্যাচে উদয় প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। ৮১ রানের ঝড়ো ইনিংস খেলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেলেন অধিনায়ক। পঞ্চম উইকেটে দুজনে ১৭১ রানের জুটি গড়েন। উদয় এই বিশ্বকাপে এখনও পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করেছেন। এবার ফাইনাল ম্যাচ। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

উদয় সাহারান ২০০৪ সালের ৮ সেপ্টেম্বর রাজস্থানের শ্রীগঙ্গানগরে জন্মগ্রহণ করেন। ১২ বছর বয়সে তিনি পঞ্জাবের হয়ে এবং অনূর্ধ্ব -১৪, অনূর্ধ্ব -১৬ এবং অনূর্ধ্ব -১৯ দলের হয়ে খেলেন। মিডল অর্ডার ব্যাটসম্যান চ্যালেঞ্জার্স ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করার পরে ভারতীয় অনূর্ধ্ব -১৯ দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছিল। ঘরোয়া ক্রিকেটে দারুণ রেকর্ড গড়া সাহারান বর্তমানে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন।

Advertisements

উদয়ের বাবা সঞ্জীব সাহারান পেশায় একজন আয়ুর্বেদ চিকিৎসক এবং এক সময়ে ক্রিকেট খেলতেন। তিনি একজন এ-ক্লাস ক্রিকেট কোচও। শুরু থেকেই ছেলেকে ক্রিকেটার বানাতে চেয়েছিলেন। এই কারণেই সঞ্জীব পুরো পরিবার নিয়ে বাথিন্ডায় চলে এসেছিলেন। এখানে পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে উদয়ের প্রশিক্ষণের পরে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্ব লাভ করেন। উদয়ের প্রথম কোচ ছিলেন তার বাবা সঞ্জীব।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এখন পর্যন্ত একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি করেছেন সাহারান। দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। অনূর্ধ্ব-১৯ চ্যালেঞ্জার্স ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাহারা। এই টুর্নামেন্টে ২৯৭ রান করেছিলেন। এরপর তাকে ভারত অনূর্ধ্ব -১৯ দলের কমান্ড দেওয়া হয়েছিল।