UCL: অপ্রত্যাশিত হারে কাকে দায়ী করলেন খেলাইফি-পচেত্তিনোরা

দুই লেগ মিলে খেলা (UCL) ১৮০ মিনিটের। যেখানে ১৫০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়েই ছিল পিএসজি (PSG)। কিন্তু শেষ ত্রিশ মিনিটের মধ্যে সব হিসাব-নিকেশ ওলট-পালট…

UCL: অপ্রত্যাশিত হারে কাকে দায়ী করলেন খেলাইফি-পচেত্তিনোরা

দুই লেগ মিলে খেলা (UCL) ১৮০ মিনিটের। যেখানে ১৫০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়েই ছিল পিএসজি (PSG)। কিন্তু শেষ ত্রিশ মিনিটের মধ্যে সব হিসাব-নিকেশ ওলট-পালট দেয় রিয়াল মাদ্রিদ (Real Madrid)। মাত্র ১৮ মিনিটের মধ্যে তিন গোল করে দলকে শেষ আটে তোলেন করিম বেনজিমা।

বিষয়টি যেমন এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না সমর্থকরা, ঠিক তেমনই মানতে পারেননি পিএসজির চেয়ারম্যান নাসের আল খেলাইফি। তিনি তো হারের জন্য সরাসরি রেফারিকেই কাঠগড়ায় দাঁড় করালেন। বেনজিমার প্রথম গোলটি নিয়েই যত অভিযোগ তাঁর। পিএসজির মতে, দোনারুম্মাকে ফাউল করেছেন বেনজিমা। আর তাই ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রেফারির ঘরে ছুটে যান খেলাইফি।

সেই সময় খেলাইফির চোখ-মুখ রাগে লাল ছিল বলেও জানা গিয়েছে। ম্যাচ শেষ হওয়ার পরই রাগে-ক্ষোভে ফুঁসতে ফুঁসতে ভিআইপি বক্স থেকে নেমে দ্রুত রেফারির ঘরের খোঁজ নিতে থাকেন খেলাইফি। রেফারির ঘর কোথায় সেটি জিজ্ঞেস করতেও দেখা যায় খেলাইফিকে। তারপর ভুল করে রিয়ালের প্রতিনিধি মেহিয়া দাভিলার ঘরে ঢুকে পড়েন তিনি।

Advertisements

পরে সাংবাদিক সম্মেলনে পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনোও রিয়ালের প্রথম গোল নিয়ে হতাশা প্রকাশ করেন। তাঁর দাবি, ‘এমন মনে হচ্ছে যে, অনেক অবিচার করা হয়েছে। ওই গোলটার জন্যই এরকম মনে হচ্ছে। বেনজিমার ফাউলটা ওখানে পরিষ্কার।’

তিনি আরও যোগ করেন, ‘অনেক বড় ধাক্কা ছিল গোলটা। ১৮০ মিনিটের হিসাবে আমরাই ভালো খেলেছি, কিন্তু ১-১ হয়ে যাওয়ার পর রিয়াল মাদ্রিদের আর হারানোর কিছু ছিল না। ওটা তো দোনারুম্মার ভুল নয়, কারণ ওটা পরিষ্কার ফাউল। আমি ৩০-৪০ বার দেখেছি, প্রত্যেক কোণ থেকে।’