Uber Cup: কোরিয়ার কাছে লজ্জার হার হজম করল সিন্ধু’রা

Uber Cup: গতকাল’ই নিশ্চিত করেছিল নক আউটের টিকিট,আমেরিকা’কে ৪-১ ব‍্যবধানে দাপটের সাথে হারিয়ে ব‍্যাঙ্ককে চলতি উবের কাপের নক আউটের স্থান নিশ্চিত করার পরের দিন’ই হংকংয়ের…

Uber Cup: Indian team drubbed 0-5 by Korea

Uber Cup: গতকাল’ই নিশ্চিত করেছিল নক আউটের টিকিট,আমেরিকা’কে ৪-১ ব‍্যবধানে দাপটের সাথে হারিয়ে ব‍্যাঙ্ককে চলতি উবের কাপের নক আউটের স্থান নিশ্চিত করার পরের দিন’ই হংকংয়ের কাছে বিশ্রী হার হজম করলো সিন্ধু’রা ।কোরিয়া’র কাছে ৫-০ ব‍্যবধানে হারলো তারা।এদিন ভারতীয় দল’কে একেবারেই চেনা ছন্দে পাওয়া যায়নি,গ্রুপ পর্বের শেষ ম‍্যাচে ভারতের এহেন হার আত্মবিশ্বাসে চিড় ধরাবে।

Advertisements

এদিন বিশ্বের চার নম্বর শাটলার আন সিইয়াংয়ের বিপক্ষে হার হজম করলো অলিম্পিকে জোড়া পদকজয়ী শাটলার পিভি সিন্ধু।আনের বিরুদ্ধে এটি তার পঞ্চম হার।এর আগে গ্রুপ ডি’তে কানাডা ও আমেরিকাকে হারিয়েছিল ভারত।এদিন ১৫-২১, ১৪-২১ ফলাফলে হেরেছিলেন সিন্ধু।

   

লি-শোহি, শিন সিয়াঙ্গচান জুটি ১৩-২১, ১২-২১ ফলাফলে হারায় শ্রুতি মিশ্রা, সিমরান সিংঘির জুটিকে।৩৯ মিনিটেই খতম হয়ে যায় এই ম‍্যাচ।এরপর ১০-২১,১০-২১ ফলাফলে আকাশি কাশ্যপকে হারান কোরিয়ার কিম-গা-ইয়ুন।তানিশা ক্রাস্টো ও তৃষা জলি জুঁটি হারে কিম হাং জং ও কঙ হে ইয়ং জুঁটির কাছে ,খেলার ফলাফল ২১-১৪,২১-১১ ফলাফলে।শেষ ম‍্যাচে সিম ইউজিন হারান অস্মিতা চালিহাকে ১৮-২১,১৭-২১ ফলাফলে।