হার্টে অস্ত্রোপচার যশ ধুলের, ফিট হয়ে মাঠে ফেরার অপেক্ষায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক

ভারতের অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ (U -19 World Cup) জেতা অধিনায়ক তিনি। তবে চলতি বছরটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে কাটছে ২২ বছর বয়সী এই ব্যাটারের। এবছরের…

U-19 World cup winning captain Yash Dhull makes a comeback from minor heart surgery

ভারতের অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ (U -19 World Cup) জেতা অধিনায়ক তিনি। তবে চলতি বছরটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে কাটছে ২২ বছর বয়সী এই ব্যাটারের। এবছরের শুরুর দিকে তাঁর হার্টে একটা ফুটো পাওয়া যায়। বিষয়টি নজরে আসে এনসিএ (ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি)তে তাঁর শারীরিক পরীক্ষার সময় । তবে অস্ত্রপ্রচারের মাধ্যমে নিজের শারীরিক দুর্বলতাকে পরাজিত করে এনসিএ থেকে ফিট সার্টিফিকেট পেয়ে নিজেকে ক্রিকেট জগতে আবার প্রমান করতে মুখিয়ে রয়েছেন দিল্লির এই প্রতিভাবান তরুণ ক্রিকেটার।

৫০ কোটি টাকায় রোহিতকে দলে নিচ্ছেন? স্পষ্ট উত্তর দিলেন গোয়েঙ্কা

   

২০২২ সালে দেশকে পঞ্চমবারের জন্য অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (U -19 World Cup) চ্যাম্পিয়ন করেন তিনি। তারপরেই উত্থান শুরু দিল্লির এই ক্রিকেটারের। এরপর গতবছর আইপিএল নিলামে তাঁকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। দিল্লি টিমের হয়ে অনুশীলন চলাকালীন তাঁর ব্যাটিং এর ভূয়সী প্রশংসা করেন তৎকালীন দিল্লি ক্যাপিটালস মেন্টর রিকি পন্টিং। এরপর তাঁকে শেষ ক্রিকেট খেলতে দেখা যায় রঞ্জি ট্রফিতে।

বর্তমানে তিনি দিল্লি প্রিমিয়ার লিগে সেন্ট্রাল দিল্লি কিংসে সুযোগ পেয়েছেন,যদিও এখনও অভিষেক ঘটেনি তাঁর। তবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে থাকার সময় শারীরিক পরীক্ষা হলে ধরা পরে তাঁর হার্টে একটি ফুটোরয়েছে যার কারণে তিনি বেশ কিছু মাস যাবৎ নিজেকে সঠিকভাবে মেলে ধরতে পারছিলেন না। এনসিএর চিকিৎসকরা পরামর্শ দেন তাঁর হার্টে অস্ত্রোপচার করতে। ডাক্তারি পরামর্শ মেনে দিল্লিতে ধুলের হার্টে অস্ত্রোপচার হয়। পুরো ঘটনায় বিসিসিআই পাশে ছিল যশ ধুলের।

যেমন ড্রিবল তেমন শট, ভারতে চলে এলেন রয় কৃষ্ণার প্রাক্তন সতীর্থ

যশ ধুলের কোচ প্রদীপ কোচার বলেন,”এনসিএর চেকআপের সময়,টিম দেখতে পায় ওর হার্টে একটা ফুটো রয়েছে। ওরা পরামর্শ দেয় অস্ত্রোপচারের। এখন ও সুস্থ আছে এবং পুরোপুরি ফিট হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে।” তবে অস্ত্রোপচার সংক্রান্ত বিষয়ে এক সূত্র মারফত ধুলের বাবাকে প্রশ্ন করা হলে তিনি জানান,”ওর হার্টে ফুটোটা জন্ম থেকে রয়েছে। বিষয়টি ডাক্তারের পরামর্শ মেনেই অস্ত্রোপচার করা হয়েছে।”

নিলামে তৈরি হল ইতিহাস, রেকর্ড মূল্যে হায়দরাবাদে শ্রীলঙ্কান

অস্ত্রোপচারের পর এনসিএর পক্ষ থেকে যশ ধুলকে ফিট সার্টিফিকেট দেওয়া হয়। তবে তিনি দিল্লি প্রিমিয়ার লিগে খেলবেন কি না পুরোটাই নির্ভর করছে তাঁর ফিটনেসের উপর। যদিও ধুলের কোচ প্রদীপ কোচারের মতে ধুলের পেশাদার ক্রিকেটে ফেরাটা কঠিন নয়। তিনি খুব আত্মবিশ্বাসী তার বিশ্বচ্যাম্পিয়ন ছাত্রকে নিয়ে। তবে বিভিন্ন সূত্র মারফৎ জানা যাচ্ছে যে দিল্লির এই প্রতিভাবান তরুণ ক্রিকেটার রঞ্জির মতো ৫ দিনের ম্যাচ খেলতে তৈরি।