U-19 World Cup: বিশ্বকাপের প্রথম ম্যাচেই জোড়া উইকেট নেওয়া কে এই অলরাউন্ডার

Musheer Khan

দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (U-19 World Cup) শুরুটা করেছিল টিম ইন্ডিয়া। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৮৪ রানে হারিয়েছিল ভারত। এই ম্যাচে একটি নাম আলোচিত হয়েছে খুব। তার নাম মুশির খান। যিনি ১০ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন।

Advertisements

ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অভিষেক হয়েছে মুশির খানের। তিনি ভারতের ঘরোয়া ক্রিকেটে স্যার ডন ব্র্যাডম্যান নামে পরিচিত সরফরাজ খানের ভাই। মুশির খানের বয়স ১৮ বছর এবং তিনি একজন অলরাউন্ডার। মিডল অর্ডারে ব্যাট করার পাশাপাশি স্পিনও বোলিং করে। মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটও খেলেন মুশির। গত বছর বিহার ট্রফিতে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন তিনি। ওই টুর্নামেন্টে ব্যাট হাতে করেছিলেন ৬৩২ রান। পাশাপাশি নিয়েছেন ৩২টি উইকেট। তখন থেকেই ক্রিকেট বিশ্বে তার নাম আলোচনায় আসতে শুরু করে।

   

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের হয়ে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন মুশির। সেখান থেকেই সিদ্ধান্ত হয়, বাংলাদেশের বিপক্ষে অভিষেক হবে তার। এবার প্রথম ম্যাচে ২ উইকেট নিয়ে এরই মধ্যে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন তিনি। তবে ব্যাট হাতে অবদান রাখতে পারেননি।

তিন নম্বরে নামা মুশির ৭ বলে ৩ রান করে আউট হন। ভারতীয় দলের হয়ে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন আদর্শ সিং। যেখানে অধিনায়ক উদয় সাহারান করেন ৬৪ রান। বোলিংয়ে দ্যুতি ছড়িয়েছেন সৌম্য কুমার পাণ্ডে। ৯.৫ ওভারে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। টিম ইন্ডিয়ার পরের ম্যাচ ২৫ জানুয়ারি আয়ারল্যান্ডের বিরুদ্ধে। পরের ম্যাচে মুশির খান কী করেন তা দেখতে আকর্ষণীয় হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements