East Bengal ক্লাবে এখনও নিশ্চিত নয় এই দুই অভিজ্ঞ ফুটবলার

East Bengal Club may sign Former club footballers

জল্পনায় একাধিক নাম রয়েছে। যার মধ্যে কিছু হয়তো নিশ্চিত হওয়ার পথে, কিছু অনিশ্চিত। যার মধ্যে অন্যতম অভিজ্ঞ দুই বাঙালি গোলকিপার। ইস্টবেঙ্গলে (East Bengal) দুই তারকা গোলরক্ষক আদৌ যোগ দেবেন কি না সেটা এখনও নিশ্চিত নয়।

Advertisements

আগামী মরসুমে অরিন্দম ভট্টাচার্য ইস্টবেঙ্গল ক্লাবের থাকবেন কি না সে ব্যাপারে প্রশ্ন অনেক দিনের। কখনও শোনা গিয়েছে তিনি থাকবেন, কখনও-বা দল বদলের সম্ভাবনার কথা ভেসে উঠেছে। সম্প্রতিতম আপডেট অনুযায়ী, অরিন্দম ভট্টাচার্য কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবে না-ও থাকতে পারেন। ইন্ডিয়ান সুপার লিগের দক্ষিণ ভারতীয় কোনও এক দলের প্রতি তাঁর আগ্রহ রয়েছে বলে ফুটবল মহলে গুঞ্জন।

   

Arindam Bhattacharya

Advertisements

সবুজ মেরুন জার্সিতে দারুণ খেলেছিলেন অরিন্দম। লাল হলুদ ক্লাবে তিনি পরে যোগ দিয়েছিলেন। ক্লাবের খারাপ সময়ে তাঁকে ঘিরে তুঙ্গে ছিল প্রত্যাশার পারদ। অধিনায়ক হয়েছিলেন এসসি ইস্টবেঙ্গলের। কিন্তু প্রত্যাশা তিনি পূরণ করতে পারেননি। বেশ কয়েকটি ম্যাচে তিনি ছিলেন মাঠের বাইরে। চোটের নিয়েও ধোঁয়াশা ছিল।

অপর একজন সুব্রত পাল। বয়স হলেও এখনও তাঁর ডাক পড়ে। ইস্টবেঙ্গলে তিনি যোগ দিতে পারেন এমন জল্পনা সম্প্রতি চলছে। তবেও তিনিও নিশ্চিত নন। অরিন্দমের মতো সুব্রত পালের লাল হলুদ জার্সি গায়ে তোলার সম্ভাবনাও এখন নিশ্চিত নন।