Mohammedan SC: ডেভেলপমেন্ট লিগে মহামেডানে খেলছেন আই লিগের দুই তারকা, কী বলছেন তারা?

Mohammedan SC

আগামীকাল থেকে রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে নিজেদের অভিযান শুরু করছে মহামেডান স্পোটিং ফুটবল ক্লাব (Mohammedan SC)। প্রতিপক্ষ এটিকে মোহনবাগান ফুটবল ক্লাব। যা নিয়ে এখন থেকেই তাপমাত্রার পারদ চড়ছে সাদা-কালো শিবিরের। মূলত কালকের ম্যাচে সবুজ-মেরুন শিবির কে আটকে দেওয়াই প্রধান লক্ষ সাদা-কালো শিবিরের।

দলের দিকে তাকালে এবারের এই রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে ও প্রায় এক ঝাঁক আইএসএল খেলা তারকা ফুটবলারদের দলে রেখেছে বাগান শিবির। যারফলে, ধারে ভারে মহামেডানের থেকে অনেকটাই এগিয়ে তারা। অন্যদিকে নতুন দল বানিয়ে মাত্র তিন দিনের অনুশীলন সেরেই কাল মাঠে নামছে ব্ল্যাক প্যান্থার।

   

তবে এবারের এই ডেভেলপমেন্ট লিগে সাদা-কালো জার্সিতে খেলতে দেখা যাবে আই লিগ খেলা দুজন ফুটবলারকে। যাদের মধ্যে রয়েছে দিপু হালদার ও উইলিয়াম। কালকের ম্যাচ নিয়ে দিপু বলে, এই কোয়ালিফায়ার রাউন্ডে মূলত সবকটা ম্যাচ জেতার ই লক্ষ্য থাকবে আমাদের। তবে আগামীকাল এটিকে মোহনবাগানের সাথে খেলা। ওরা যথেষ্ট ভালো দল। ওদের কে আটকে দেওয়াই এখন মূল লক্ষ্য আমাদের। তারপরে বাকি ম্যাচ গুলোতে ও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। তবে প্রথম ম্যাচে জয় পাওয়াই এখন একমাত্র লক্ষ্য আমাদের। আবার এটিকে মোহনবাগান খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন করা হলে দিপু জানায়, নিজের অনেক বন্ধু সেই দলে রয়েছে। কয়েকজনের সঙ্গে কথা ও হয়েছে। এখন মাঠে নামার অপেক্ষা।

পাশাপাশি কালকের ম্যাচ ও নিজেদের দলের অবস্থান নিয়ে দলের আরেক তারকা উইলিয়াম কে প্রশ্ন করা হলে তিনি বলেন, কিছুদিন আগেই ট্রায়াল প্রক্রিয়া শেষ হয়েছে। পাশাপাশি ১১ তারিখ আই লিগের ও সমাপ্তি ঘটার পরেই আমরা এই দলের সঙ্গে যুক্ত হই। সেইসাথে গতকাল আমারা একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলেছি, সেখানে দল ভালো পারফরম্যান্স করেছে। পাশাপাশি নিজেদের দলের খেলোয়াড়দের সঙ্গে বোঝাপড়া ও কিছুটা তৈরি হয়েছে। বর্তমানে কালকের ম্যাচের জন্য দল সম্পূর্ণ ভাবে তৈরি। এখন মাঠে নামার অপেক্ষা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন