আলোচনায় দুই বোন! যমজ ফলায় কিস্তিমাত করতে চাইছে বাংলাদেশ

ক্রিকেটের পর এবার দাবা। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জেতার পর এবার দাবায় পদক জেতার লক্ষ্যে পা বাড়াল বাংলাদেশ। ১১ সেপ্টেম্বর থেকে হাঙ্গেরির বুদাপেস্টে শুরু হয়েছে…

Two Sisters, Waliza Ahmed and Wadifa Ahmed, Set to Play Key Role in Bangladesh's Chess Olympiad Success

ক্রিকেটের পর এবার দাবা। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ জেতার পর এবার দাবায় পদক জেতার লক্ষ্যে পা বাড়াল বাংলাদেশ। ১১ সেপ্টেম্বর থেকে হাঙ্গেরির বুদাপেস্টে শুরু হয়েছে ৪৫তম বিশ্ব দাবা অলিম্পিয়াডের (Chess Olympiad 2024) আসর। আর এই বুদাপেস্টে দুই যমজ বোন ওয়ালিজা আহমেদ ও ওয়াদিফা আহমেদের ওপর ভর করেই অলিম্পিয়াড জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে বাংলাদেশের পাশাপাশি এই প্রতিযোগিতায় নামবেন ভারতের দুই বিস্ময়কর তরুণ দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ এবং ডোমারাজু গুকেশ।

১৯৮৪ সাল থেকে বিশ্ব দাবা অলিম্পিয়াডে যাচ্ছে বাংলাদেশ। তবে এবছরের অলিম্পিয়াড অভিযানে বাংলাদেশের মহিলা দলের মধ্যে তারুণ্যের ছাপই বেশি। এছাড়াও পুরুষ ও মহিলা মিলিয়ে ই প্রথম অলিম্পিয়াডগামী বাংলাদেশ দলের দাবাড়ুদের গড় বয়স সবচেয়ে কম। তবে তারুণ্যনির্ভর দল যাওয়া যেমন আনন্দের, ঠিক তেমনি চিন্তার কারণ বাংলাদেশের কাছ। আরও সুস্পষ্ট ভাবে বলতে গেলে এই প্রথম দলের সাথে যাচ্ছেন না বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। বিগত ৫ জুলাই বাংলাদেশের ঘরোয়া এক দাবা প্রতিযোগিতা খেলে এসে মৃত্যুর মুখে ঢলে পড়েন জিয়াউর। তবে জিয়াউর না গেলেও নারী দলকে নিয়ে যথেষ্ট আশাবাদী বাংলাদেশ। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব বাংলাদেশের নারী দলকে অনুশীলন করিয়েছেন। আর দুই যমজ বোন ওয়ালিজা আহমেদ ও ওয়াদিফা আহমেদকে নিয়ে এনামুল হোসেন রাজীব বলেন, ” ওঁরা এই মুহূর্তে বিশ্বের সেরা কিছু খেলোয়াড়কে হারিয়েছে। তাছাড়াও ওদের ওপেনিং খুব ভালো। আশা করি ওরা এই টুর্নামেন্টে নিজেদের সেরাটাই দেবে। “

   

গতবছর নারী বিভাগে ৬২তম হয়েছিল বাংলাদেশ। তবে এবারে জমজ দুই নারী পারফর্মারের ওপর বিশ্বাস রেখেই আশায় বুক বাঁধছে বাংলাদেশবাসী। এমনিতেও এই মুহূর্তে রাজনৈতিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশের। নতুন ভাবে স্বাধীনতা লাভ করেছেন তাঁরা। নারী বিভাগের লক্ষ্য নিয়ে রাজীব বলেছেন, ‘গতবার আমরা নারী বিভাগে বি ক্যাটাগরিতে রানার্সআপ হয়েছিলাম। এবার আমরা চাইব চ্যাম্পিয়ন হতে।’ তবে এদিন বাংলাদেশের দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, “একজন গ্র্যান্ডমাস্টার যে পরিমাণ সম্মানী নিয়ে একটি সেশন করে, এর চেয়ে অনেক কমে রাজীব আমাদের নারীদের ট্রেনিং দিয়েছে। দেশের চলমান পরিস্থিতি ও সামগ্রিক পটভূমি মিলিয়ে আমরা এরপরও আশা করছি সন্তোষজনক ফলাফল হওয়ার।”

তবে এই মুহূর্তে বাংলাদেশ ছাড়াও নজর রয়েছে ভারতের পারফরম্যারদের দিকেও। বেশ কিছু মাস আগে নরওয়ের দাবা টুর্নামেন্টে বিশ্বের এক নম্বর কার্লসেনকে হারিয়ে সাড়া জাগিয়েছিলেন প্রজ্ঞানন্দ। তবে এবারে (Chess Olympiad 2024) তিনি কেমন পারফরম্যান্স করেন সেক্ষেত্রে নজর থাকবে প্রতিটি ভারতীয়েরই।