আইএসএলের ১৮তম সপ্তাহে সেরা খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে আইএসএল (ISL) কতৃপক্ষ। ১১ জনের এই তালিকায় নাম রয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal) দুই খেলোয়াড়ের। মাহেশ নাওরেম এবং হিজাজি মাহের। এছাড়াও ওডিশার ডিয়েগো মরিসিও, হায়দরাবাদের তিন খেলোয়াড় রাম্লুনচুঙ্গা, আন্দ্রেই আল্বা ও মনোজ মহাম্মদ, গোয়াও তাদের তিন খেলোয়াড়ের নাম পেয়েছে ইখের, আকাশ এবং অধিনায়ক সন্দেশ জিঙ্গান।
অন্যদিকে মুম্বাইয়ের জন তোরল এবং চেন্নাইয়ানের গোলকিপার মহাম্মদ নাওয়াজও এই তালিকায় রয়েছে।
গোয়ার মাথায় যুক্ত হয়েছে নতুন এক পালক। কোচ মানলো মারকুয়েজ হয়েছেন সেরা সাপ্তাহিক কোচ।
View this post on Instagram
তবে দুঃখের বিষয় বাংলার এক প্রধানের খেলোয়াড়দের নাম এখানে থাকলেও অন্য প্রধানের কোনো খেলোয়াড়দের নামই এই তালিকায় ছিল না।
আইএসএলের লিগ টেবিলের শীর্ষে থাকা দলের কোনো খেলোয়াড়ই এই সপ্তাহে ভালো পারফর্মেন্স করতে পারেনি। তাদের আগামী খেলা ১লা ডিসেম্বর ঘরের মাঠে বাংলার তৃতীয় প্রধান মহামেডান এফসির বিরুদ্ধে।
ইস্টবেঙ্গল তার পরবর্তী খেলা খেলবে মুম্বাই সিটি এফসির সঙ্গে ৩১শে জানুয়ারি মুম্বাই ফুটবল অ্যারিনাতে।