মাঠে ফেরার পথে বাগানের ২ ফুটবলার

মরশুম শুরু হতে না হতেই চোট রাঙানি। মাঠের বাইরে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) একাধিক ফুটবলার। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেও স্কোয়াডের সব ফুটবলারকে হাতে…

mohun bagan speculating about glan martins

মরশুম শুরু হতে না হতেই চোট রাঙানি। মাঠের বাইরে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) একাধিক ফুটবলার। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেও স্কোয়াডের সব ফুটবলারকে হাতে পাননি বাগান কোচ হোসে মলিনা। আগামী ২৭ অগস্ট সেমিফাইনাল। তার আগে অনেকটাই তরতাজা মোহনবাগানের দুই ফুটবলার।

   

Mohun Bagan SG: সেমিফাইনালে জেমি ম্যাকলারেন? সম্ভাবনা কতটা জানুন

চোট সমস্যার কারণে গত মরশুমেও সমস্যায় পড়তে হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে। প্রায় গোটা মরশুম জুড়েই সবুজ মেরুন শিবিরে চোট সমস্যা লেগেই ছিল। দলের বর্তমান কোচ হোসে মলিনা ফুটবলারদের ফিটনেসের সংগে কোনও আপস করতে চাইছেন না। কলকাতায় পা রাখার পরেই অনুশীলন শুরু করে দিয়েছিলেন। বিদেশি ফুটবলাররাও শহরে আসামাত্র ছুটে গিয়েছিলেন মোহনবাগান ক্লাবে।

এবারের মরশুমে একাধিক টুর্নামেন্ট খেলতে হবে মোহনবাগান সুপার জায়ান্টকে। রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ। সব ভেবেই কর্তারা দল সাজিয়েছেন। দীর্ঘ মরশুমে চোট আঘাত সমস্যা অস্বাভাবিক নয়। কিন্তু চোট আঘাতের সমস্যা ঘনঘন হচ্ছে কি না, ফুটবলারদের সেড়ে উঠতে কতটা সময় লাগছে ইত্যাদি কিছু বিষয় লক্ষ্য করার মতো। মোহনবাগানে আপাতত ঘনঘন চোট সমস্যা নেই। জেমি ম্যাকলারেনকে নিয়ে শুরু থেকেই অনিশ্চিয়তা ছিল। বাকি রইলেন দুই ভারতীয় ফুটবলার।

ISL: করা হল ঘোষণা, খুশিতে ডগমগ বাংলার ফুটবল সমর্থকরা

জামশেদপুর থেকে ফিরেই ফুটবলারদের অনুশীলন করিয়েছেন হোসে মলিনা। রিকভারি সেশনের ওপর জোর দিয়েছিলেন। তারপর মিনিট কুড়ি অনুশীলন। এই সময় দলের সঙ্গে পুরো দমে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে আশিক কুরুনিয়ন, গ্ল্যান মার্টিন্সকে। চোটের কারণে এই দুই ফুটবলারকে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলানোর ঝুঁকি নেননি মলিনা। পুরোপুরি ফিট হয়ে ওঠার জন্য সময় দিচ্ছেন। এই দুই ফুটবলার ফিট হয়ে দ্রুত মাঠে ফায়ার আসবেন বলে আশা করা হচ্ছে।