এফসি গোয়ার বিরুদ্ধে ম‍্যাচের আগে ফিট ইস্টবেঙ্গলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার

সামনে শক্তিশালী এফসি গোয়ার বিরুদ্ধে ম‍্যাচ,তার আগেই সম্পুর্ণ চোট মুক্ত হয়ে উঠলেন ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলার। এফসি গোয়ার সাথে।

East Bengal

সামনে শক্তিশালী এফসি গোয়ার বিরুদ্ধে ম‍্যাচ,তার আগেই সম্পুর্ণ চোট মুক্ত হয়ে উঠলেন ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলার। এফসি গোয়ার সাথে। চলতি মরশুমের প্রথম সাক্ষাৎকারে এফসি গোয়ার কাছে হেরে গেছিলো ইস্টবেঙ্গল। ঘরের মাঠে আয়োজিত সেই ম‍্যাচ ড্র হতে যাচ্ছে দেখে মনে হলেও, শেষ মুহূর্তে ফারাক গড়ে দেয় এডু বেইডিয়া, একটি অসাধারণ গোল করার মধ্যে দিয়ে।

শেষ অবধি ৩ পয়েন্ট নিয়ে কলকাতা ছাড়ে এফসি গোয়া।এবার ইস্টবেঙ্গলের কাছে সুযোগ আছে এফসি গোয়াকে হারিয়ে দেওয়ার তাদের ডেরায় গিয়ে।এই মেগাম‍্যাচের আগে সুস্থ হয়ে উঠেছেন ইস্টবেঙ্গলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার অঙ্কিত মুখার্জি এবং প্রাক্তন এফসি গোয়ার ফুটবলার ইভান গঞ্জালেজ।

Advertisements

অবশ্য এই দুই ফুটবলারের পারফরম্যান্স যে খুব বিশাল আহামরি কিছু, এমন নয়।বরং দুই ফুটবলারের জন্যে বেশ কিছু ম‍্যাচে হারতে হয়েছে ইস্টবেঙ্গলকে।দলের রক্ষণ ভাগকে সামাল দিতে যে আকাঙ্খা নিয়ে আনা হয়েছিল এই দুজনকে, সেটা তারা পূরণ করতে পারেনি।লাল হলুদের কোচ স্টিফেন কনস্টানটাইন তাদের দিয়ে চালিয়ে নেওয়ার মতো করে কাজটা সেরে নিতে পারেন।