কিংবদন্তি গায়িকার নাতনিকে ছেড়ে মাহিরার প্রেমে মজছেন ‘ডিএসপি’!

বলিউড ও ক্রিকেট জগতের সম্পর্ক অনেক গভীর। মনসুর আলি পটৌদী-শর্মিলা ঠাকুরের যুগ থেকে শুরু করে হালের কেএল রাহুল-আথিয়া শেট্টি পর্যন্ত ক্রিকেট ও বিনোদনের এই মেলবন্ধন…

tv-bigg-boss-fame-mahira-sharma-alleged-romance-mohammed-siraj-fans-questions

বলিউড ও ক্রিকেট জগতের সম্পর্ক অনেক গভীর। মনসুর আলি পটৌদী-শর্মিলা ঠাকুরের যুগ থেকে শুরু করে হালের কেএল রাহুল-আথিয়া শেট্টি পর্যন্ত ক্রিকেট ও বিনোদনের এই মেলবন্ধন কখনওই পুরনো হয় না। এবার সেই তালিকায় নাম লেখালেন ভারতের তারকা ক্রিকেটার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ।

জানা গিয়েছে টেলিভিশন ও পাঞ্জাবি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা শর্মা (Mahira Sharma) সঙ্গে ডেট করছেন মোহাম্মদ সিরাজ। বিষয়টি সামনে আসে যখন সিরাজ মাহিরার একটি ছবিতে লাইক দেন। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে মিডিয়ায় আলোচনা শুরু হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই প্রতিবেদনগুলি থেমে যায়।

   

তবে সম্প্রতি নতুন করে তাদের সম্পর্কের খবর সামনে এসেছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২৯ বছর বয়সী মোহাম্মদ সিরাজ (Mohammed Siraj) ও মাহিরা শর্মা (Mahira Sharma) একটি রোমান্টিক সম্পর্কের মধ্যে রয়েছেন। যদিও এর আগে সিরাজের নাম আশা ভোঁসলের নাতনি, গায়িকা জনাই ভোঁসলের সঙ্গে জড়ানো হয়েছিল। কিন্তু তারা দুজনেই তাদের ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে জানিয়ে দিয়েছেন যে তাদের সম্পর্ক শুধুমাত্র ভাই-বোনের।

যদিও এখন পর্যন্ত মাহিরা (Mahira Sharma) ও সিরাজ (Mohammed Siraj) কেউই তাদের সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে সোশ্যাল মিডিয়াতে তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। একজন ব্যবহারকারী মাহিরা শর্মার ছবি দেখে মন্তব্য করেছেন, “আমরা সিরাজ ভাইয়ের মন্তব্যের জন্য অপেক্ষা করছি,” আরেকজন লিখেছেন, “মিয়া ভাই, ডিএসপি সিরাজের সম্পর্ক কে আনবে?” একজন আরেকটি মন্তব্যে বলেছেন, “ডিএসপি স্যার তাকে তার প্রেমের জন্য গ্রেফতার করেছেন,” এবং একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, “সিরাজ ভাই, তাড়াতাড়ি বিয়ে করুন, আপনি কি আমাকে জলেবি খাওয়াবেন না?”

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Mahira Sharma (@mahirasharma)

টেলিভিশন ও পাঞ্জাবি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা শর্মা (Mahira Sharma) একাধিকবার তার ব্যক্তিগত জীবনের কারণে সংবাদমাধ্যমে চলে এসেছেন। বিগ বস 13-তার অংশগ্রহণের পর থেকে তিনি চর্চায় আছেন। বিগত কয়েক বছরে মাহিরা শর্মা পরস ছাবড়ার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কের মধ্যে ছিলেন। তবে ২০২৩ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এর পর ২০২৪ সালে এক নতুন সম্পর্কের গুঞ্জন শুরু হয়। শোনা যায় মাহিরা এখন ভারতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজকে ডেট করছেন।