Dimitri Petratos: ইস্টবেঙ্গলে যোগ দেবেন মোহনবাগানের দিমি? জানুন সত্যিটা

Dimitri Petratos

চমকে দেওয়ার মতো দাবি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। মোহনবাগান সুপার জায়ান্টের দিমি পেত্রাতস (Dimitri Petratos) নাকি যোগ দিতে পারেন ইস্টবেঙ্গলে! কতটা সত্যি এই জল্পনার পিছনে থাকা দাবি?

Advertisements

ময়দানের দল বদলের পালা শুরু হওয়ার অনেক আগে থেকেই এবার শুরু হয়েছে বিভিন্ন জল্পনা। মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল, উভয় দলই সই করাতে পারে নতুন নতুন বিদেশি ফুটবলার। এই দুই ক্লাব কাদের টার্গেট করেছে, কোন কোন ফুটবলার কলকাতায় আসতে পারেন সে ব্যাপারে জল্পনার অভাব নেই। এরই মধ্যে কেউ কেউ দাবি করতে শুরু করেছিলেন, বাগানের দিমি আসতে পারেন লাল হলুদ শিবিরে।

   

এখনও পর্যন্ত যা আপডেট তাতে দিমির ইস্টবেঙ্গলে যাওয়ার সম্ভাবনা খুবই কম। প্রায় নেই বললেই চলে। মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করতে পারেন তিনি। সব ঠিক থাকলে আরও একাধিক বর্ষের জন্য সবুজ মেরুন ক্লাবের সঙ্গে যুক্ত থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

Advertisements

মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে ধারাবাহিক পারফরম্যন্স করা ফুটবলারদের মধ্যে অন্যতম দিমি পেত্রাতস। পরপর দুই মরসুমে ক্লাবের হয়ে ভালো খেলেছেন। আক্রমণে তৈরি করেছেন সবথেকে বেশি সুযোগ। এই পরিস্থিতিতে মোহনবাগান তাঁকে কেন ছাড়বে তার পিছনে আশানুরূপ যুক্তি নেই। ফলত দিমি ইস্টবেঙ্গলে যোগ দিতে পারেন এই দাবি আপাতত ধোপে টিকছে না।