Saturday, December 6, 2025
HomeSports NewsDurand Cup Final: বিশালেরও চোট! খেলতে পারবেন ফাইনাল?

Durand Cup Final: বিশালেরও চোট! খেলতে পারবেন ফাইনাল?

- Advertisement -

পরপর দ্বিতীয়বার ডুরান্ড ফাইনালে (Durand Cup Final) উঠেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়েন্টস। গত মঙ্গলবার ২০২২ সালের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসিকে ট্রাই বেকারে 8-৩ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের রাস্তা সুগম করে সবুজ -মেরুন ব্রিগেড। সুনীল ছেত্রী ব্রিগেডের সামনে মঙ্গলবারের রুদ্ধশ্বাস ম্যাচের শুরুতে ০-২ পিছিয়ে থেকেও হার না মেনে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায় মোহনবাগান সুপার জায়েন্টস, আর এর মাঝেই ম্যাচের প্রথমার্ধয় হাটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় বাগান অধিনায়ক শুভাশিস বসু কে ।

Advertisements

তবে চোটের কবলে পড়েছেন বাগান অধিনায়কের পাশাপাশি সেমিফাইনাল ম্যাচের নায়ক বিশাল কাইথ। সূত্রের খবর, সবুজ মেরুন তেকাঠির রক্ষক টাইব্রেকারের পর ডান হাতের অনামিকায় হালকা আঘাত পান। তবে সেই সামান্য আঘাত বিশেষ গুরুত্বপূর্ণ নয় বলেই জানিয়েছে সবুজ – মেরুন শিবির । অর্থাৎ আগত শনিবারের ফাইনাল ম্যাচে তাকে সম্পূর্ণ সুস্থ হিসেবেই পাওয়া যাবে বলে আশ্বস্ত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্টস এদিকে শেষ পর্যন্ত ম্যাচ জিতলেও শুভাশিস ফিরতে পারেননি ম্যাচের ভিতর , ডাগ আউটে বসে বাকি ম্যাচে হাঁটুতে বরফ লাগাতে দেখা যায় তাকে ।

   

মোহন বাগান ফাইনালে উঠলেও অধিনায়ক শুভাশিসের সাথে ফরওয়ার্ড জেমি ম্যাকলরনের চোট চিন্তায় ফেলছে বাগান সমর্থকদের । যদিও মঙ্গলবার ম্যাচ শেষে মোহন বাগান অধিনায়ক সাংবাদিক বৈঠকে জানান যে ” চোটের অবস্থা কতটা সংকটজনক তা এখনি বলতে পারবো না । ডাক্তাররা দেখছেন , কাল পরশুর মধ্যে জানাতে পারবো “।

তবে এই বিষয় নিয়ে খুব একটা ভাবছেন না সবুজ মেরুন ব্রিগেড অধিনায়ক । সমর্থকদের আশ্বাস দিয়ে তিনি জানান ” মোহনবাগান ট্রফি জেতার জন্যই নামে , আর এভাবেই সমর্থক দের আশা পূরণ করে যেতে হবে আমাদের । আমরা মনেপ্রাণে সেটাই চেষ্টা করব । তবে সূত্রের খবর বলছে ফাইনালের আগেই সুস্থ হয়ে উঠবেন সবুজ মেরুন অধিনায়ক ।

শুভাশিসের চোট সম্পর্কে সম্যক ধারণা পাওয়া গেলেও পুরোপুরিভাবে অনিশ্চিত অস্ট্রেলীয় স্ট্রাইকার জেমি ম্যাকলরেন । তবে জেমি ম্যাকলরেন কে ছাড়াও যেভাবে ফর্মে রয়েছে তাতে ফাইনাল জেতায় পুরোপুরি ভাবে আত্মবিশ্বাসী সবুজ মেরুন শিবির । এছাড়াও ফাইনাল ম্যাচ হবে কলকাতার যুবভারতী স্টেডিয়াম এ , যার জন্য একধাপ এগিয়ে শুরু করবে মোহন বাগান সুপার জায়েন্টস।

Advertisements
- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular