আগামী শনিবার ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসির মুখোমুখি হতে চলেছে কার্লোস কুয়াদ্রাতের ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল দল। পূর্বের কেরালা ব্লাস্টার্স ম্যাচের হতাশা ভুলে এবার এই ম্যাচ থেকেই নিজেদের এগিয়ে নিয়ে যেতে মরিয়া কলকাতা ময়দানের এই প্রধান।
সেইমতো বিগত কয়েক সপ্তাহে একের পর এক প্রস্তুতি ম্যাচ খেলেছে এই ফুটবল দল। যাদের মধ্যে রয়েছে কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফসি থেকে শুরু করে মহামেডান স্পোর্টিং ও ট্রাউ এফসির মতো আইলিগের শক্তিশালী ফুটবল দল। তবে এবারের এই গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের সমস্যা যথেষ্ট প্রভাব ফেলতে পারে সকল ক্ষেত্রে।
আসলে, গত কয়েকদিন আগেই দলের সঙ্গে অনুশীলন করতে গিয়ে চোট পান দলের এই ভরসাযোগ্য ফুটবলার। বর্তমানে যা পরিস্থিতি তাতে আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এমন পরিস্থিতিতে ঠিক কাকে খেলানো হবে সেই নিয়েও দেখা দিয়েছিল ধোঁয়াশা। তবে যতদূর জানা যাচ্ছে, বোরহা হেরেরার পরিবর্তে শুরু থেকেই মাঠে থাকতে পারেন হিজাজি মাহের। এবারের এই ফুটবল মরশুমে অজি তারকা জর্ডন এলসি চোট পাওয়ার পর তার বিকল্প ফুটবলার খুঁজতে মরিয়া ছিল ইস্টবেঙ্গল ফুটবল দল। এমন পরিস্থিতিতে সুদূর জর্ডান থেকে হিজাজি মাহেরকে উড়িয়ে আনেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত।
তবে শুধুমাত্র বোরহা হেরেরাই নয়, এবার সমস্যা দেখা দিয়েছে ভিপি সুহের ও ভ্যানলালপেকা গুইতের মতো দুই ফুটবলারের। যারফলে গতকাল শুধুমাত্র ফিটনেস ট্রেনিং করতেই দেখা যায় তাদের। অন্যান্য ফুটবলাররা বল পায়ে অনুশীলন করলেও মাঠের এক কর্নারেই অনুশীলন করেন দুজনে। তাই আগত চেন্নাইন ম্যাচে আদৌও তাদের পাওয়া যাবে কিনা এখন সেটাই দেখার।