জাতীয় শিবিরে ডাক পেলেন বিশাল, বাদ পড়লেন এই তিন‌ তারকা

গত মাসে ইন্টারকন্টিনেন্টাল কাপে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি ব্লু-টাইগার্সদের। দুর্বল মরিশাসের কাছে প্রথম ম্যাচে আটকে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা…

Vishal Kaith

গত মাসে ইন্টারকন্টিনেন্টাল কাপে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি ব্লু-টাইগার্সদের। দুর্বল মরিশাসের কাছে প্রথম ম্যাচে আটকে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা কার্যকরী হয়নি। হায়দরাবাদের গাছিবাউলি স্টেডিয়ামে শক্তিশালী সিরিয়ার কাছে পরাজিত হতে হয়েছিল তাঁদের। আগের বছর লেবাননকে হারিয়ে এই খেতাব জয় করেছিল ভারতীয় ফুটবল দল। কিন্তু এবার বজায় থাকেনি সেই ধারা। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের।

তবে সেখান থেকেই দলকে জয়ের সরণিতে ফেরাতে মরিয়া স্প্যানিশ কোচ মানোলো মার্কুয়েজ। সেক্ষেত্রে একাধিক বদল এনেছেন স্কোয়াডের অন্দরে। উল্লেখ্য, গত সোমবার রাতেই আসন্ন ত্রি-দেশীয় বন্ধুত্বপূর্ণ ফুটবল টুর্নামেন্টের (Tri-Nation tournament) জন্য ২৬ জন ফুটবলারের একটি তালিকা প্রকাশ করেছেন জাতীয় দলের হেড কোচ। সেখানে এবার সুযোগ পেয়েছেন মোহনবাগান সুপার জায়ান্ট দলের ভরসাযোগ্য গোলরক্ষক বিশাল কাইথ। গুরপ্রীত সিং সিন্ধু থেকে শুরু করে অমরিন্দর সিংয়ের পাশাপাশি এই তরুণ ফুটবলারের উপরেই এবার নজর থাকবে সকলের।

   

যারফলে তালিকা থেকে বাদ পড়েছেন লাল-হলুদ গোলরক্ষক প্রভসুখান সিং গিল। গত কয়েক মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে অনবদ্য পারফরম্যান্স থাকলেও এবার শুরুতেই ধরাশায়ী হয়ে আসছেন প্রতি ম্যাচে। সেজন্য তাঁকে বাদ দিয়েই এবার ডাকা হয়েছে বিশাল কাইথকে‌। যা নিঃসন্দেহে খুশি করবে দেশের ফুটবলপ্রেমীদের। এছাড়াও ধারাবাহিক পারফরম্যান্সের অভাব থাকায় তালিকায় স্থান পাননি উইঙ্গার নাওরেম মহেশ সিং। শেষ কয়েকটি ফুটবল টুর্নামেন্ট জাতীয় শিবিরে ডাকা হলেও কাজের কাজ কিছুই করতে পারেননি।

তাই এবার তাঁকে বাদ দিয়েই স্কোয়াড সাজাতে চান স্প্যানিশ কোচ। এছাড়া ডাকা হয়নি মোহনবাগান তারকা সাহাল আব্দুল সামাদ। যা কিছুটা হলেও অবাক করেছে সকলকে। আগামী ৯ই অক্টোবর প্রথম ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হতে হবে রাহুল ভেকেদের। এখন সেদিকেই নজর রাখবেন দেশের ফুটবলপ্রেমীরা।