Transfer Window: কেরালার তরুণ উইঙ্গারকে এবার দলে টানল ইস্টবেঙ্গল

Transfer Window: গত ফুটবল মরশুমে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) সিনিয়র দলের হতশ্রী পারফরম্যান্স থাকলেও যথেষ্ট লড়াকু মেজাজে দেখা গিয়েছে লাল-হলুদের জুনিয়র দলকে।

Kerala's Young Winger Mohammed Ashiq

Transfer Window: গত ফুটবল মরশুমে ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal) সিনিয়র দলের হতশ্রী পারফরম্যান্স থাকলেও যথেষ্ট লড়াকু মেজাজে দেখা গিয়েছে লাল-হলুদের জুনিয়র দলকে। গত রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে শুরু থেকেই দাপট দেখিয়েছে বিনো জর্জের ছেলেরা। ইউনাইটেড স্পোর্টস ক্লাব থেকে শুরু করে মহামেডান স্পোর্টিং হোক কিংবা পড়শি ক্লাব মোহনবাগান। প্রত্যেকের বিপক্ষে দাপিয়ে খেলে সাফল্য পেয়েছে ইস্টবেঙ্গল।

যারফলে, স্বাভাবিকভাবেই স্টেট চ্যাম্পিয়ন হয়ে জাতীয় স্তরে খেলার সুযোগ করে নিয়েছিল ইস্টবেঙ্গল দল। সেখানে ও শুরু থেকে দাপট বজায় রাখলেও শেষ পর্যন্ত রিলায়েন্স ইয়ুথ চ্যাম্পস দলের কাছে ড্র করার দরুণ ১পয়েন্টের ব্যবধানে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় কলকাতার এই প্রধানকে। তবে সেইসব এখন অতীত। বর্তমানে নতুন ফুটবল মরশুমে ক্লাবের জুনিয়র ফুটবলারদের পাশাপাশি ইয়ুথ ডেভলপমেন্ট লিগ খেলা তারকাদের সামনে রেখে প্রিমিয়ার ডিভিশন লিগ খেলছে ইস্টবেঙ্গল।

   

প্রথম ম্যাচে রেনবো এফসির বিপক্ষে ড্র করে টুর্নামেন্ট শুরু করলেও ধীরে ধীরে ছন্দে ফেরে ইস্টবেঙ্গল। শেষ ম্যাচে ইস্টার্ন রেলওয়ে দলকে ৫-১ গোলে পরাজিত করেছে কলকাতার এই প্রধান। তবে খেলোয়াড় সমস্যা যথেষ্ট চিন্তায় রাখছে বিনো জর্জকে। আসলে নতুন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে গত কয়েকমাস আগে একাধিক ফুটবলারদের রিলিজ করে দিয়েছে ইস্টবেঙ্গল। যাদের মধ্যে সিনিয়র দলের পাশাপাশি ছিল জুনিয়র দলের বেশকিছু ফুটবলার।

এছাড়াও চোট ও শারীরিক অসুস্থতার জেরে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই দল থেকে ছিটকে যেতে হয়েছে রোশল থেকে শুরু করে জেসিন টিকে ও মহিতোষ রাজবংশীর মতো ফুটবলারদের। যারফলে, বেশ কয়েকদিন ধরে ট্রায়াল পর্ব চালিয়ে একাধিক ফুটবলারদের চূড়ান্ত করে ইস্টবেঙ্গল। যেখানে পশ্চিমবঙ্গের পাশাপাশি ভিন রাজ্যের একাধিক ফুটবলার কে ও সুযোগ করে দেওয়া হয়েছে এবার। যাদের মধ্যে রয়েছেন মনিপুরের ১৯ বছরের ডিফেন্ডার বুনান্দ সিং থেকে শুরু করে গোলকিপার রনিত সরকার, অভিষেক কুঞ্জম ও প্রনব মন্ডবির মতো ফুটবলার।

তবে সেখানেই শেষ নয়। জুনিয়র দলের আক্রমণভাগের তেজ বাড়ানোর পাশাপাশি দলের সাপ্লাই লাইন ঠিক রাখতে এবার কেরালার এক তরুণ উইঙ্গারকে দলে টানছে ইমামি ইস্টবেঙ্গল। তিনি মোহাম্মদ আশিক। লাল-হলুদে আসার আগে মুথূট ফুটবল অ্যাকাডেমির হয়ে যথেষ্ট সফল থেকেছেন বছর আঠেরোর এই তরুণ ফুটবলার। এবার লাল-হলুদ জুনিয়র দলের কোচ বিনো জর্জের নির্দেশ অনুযায়ী তাকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল। সব ঠিকঠাক থাকলে, এবারের কলকাতার লিগের ম্যাচেই দেখা যেতে পারে এই তরুণ ফুটবলারকে।