Transfer window: হায়দ্রাবাদ এফসির তারকার উপর নজর সুনীল ছেত্রীর দলের

এই মুহূর্তে ফের আরেকটি ট্রান্সফার নিউজ এলো প্রকাশ‍্যে। যেকোনো ট্রান্সফার উইন্ডো (Transfer window) মানে বলতেই বোঝায় এক দলের ফুটবলার কে টার্গেট করবে অপর দলের ফুটবলার।

Halicharan Narzary

এই মুহূর্তে ফের আরেকটি ট্রান্সফার নিউজ এলো প্রকাশ‍্যে। যেকোনো ট্রান্সফার উইন্ডো (Transfer window) মানে বলতেই বোঝায় এক দলের ফুটবলারকে টার্গেট করবে অপর দলের ফুটবলার। উইন্টার ট্রান্সফার উইন্ডোতে না হলে তাহলে সামার ট্রান্সফার উইন্ডোতে দলে নেওয়ার চেষ্টা চালাবে।

Advertisements

২৮ বছর বয়সী ভারতের লেফট মিডফিল্ডের ফুটবলার হালিচরণ নার্জারি বর্তমানে হায়দ্রাবাদ এফসি দলের সদস্য, সেখানে ১৩ ম‍্যাচ খেলে ৩ টি গোল করে ফেলেছেন তিনি চলতি মরশুমে। তার মরশুম যে খুব ভালো যাচ্ছে, সেটা তার পারফরম্যান্স’ই বলে দিচ্ছে।এই দুরন্ত ছন্দে থাকা ফুটবলারকে আগামী মরশুমের জন্যে দলে নিতে চাইছে বেঙ্গালুরু এফসি। তিন বছরের জন্যে এই ফুটবলার কে দলে নিতে চাইছে সুনীল ছেত্রীর ক্লাব।

   

এছাড়া আরো একটা ট্রান্সফার সম্পর্কিত খবর বেড়িয়ে এলো এফসি গোয়ার ডিফেন্ডার মার্ক ভালিয়েন্তেকে কেন্দ্র করে। চলতি মরশুমে চোট পেয়ে ছিটকে গেছেন এই ফুটবলার। তার বদলে সান্তানা কে নিতে চলেছে এফসি গোয়া। সান্তানার এর আগেও ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব মুম্বাই সিটি এফসির হয়ে খেলেছিলেন এই ফুটবলার। নিঃসন্দেহে সান্তানা আসায় শক্তিশালী হলো এফসি গোয়া দল।