Transfer window: স্প্যানিশ ফরোয়ার্ডের দিকে নজর আইএসএলের তিন ক্লাবের

Transfer window: একেবারে শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছে এবারের ফুটবল মরশুম। শনিবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফাইনাল খেলতে নামছে শক্তিশালী দুই ফুটবল ক্লাব। এখন…

Spanish Forward Mario Barco

Transfer window: একেবারে শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছে এবারের ফুটবল মরশুম। শনিবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফাইনাল খেলতে নামছে শক্তিশালী দুই ফুটবল ক্লাব। এখন এই ম্যাচেই নজর সকলের। তবে নতুন মরশুমের কথা মাথায় রেখে অনেক আগেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছে প্রত্যেকটি ফুটবল ক্লাব।

উল্লেখ্য, এবারের আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে অংশ নেবে মহামেডান স্পোর্টিং ক্লাব। সেইমতো প্রস্তুতি ও শুরু করে দেওয়া হয়েছে তাদের তরফে। নিজেদের পুরোনো দলের বেশকিছু ফুটবলারদের বদল ঘটিয়ে আইএসএলের স্কোয়াড সাজাতে চলেছে সাদা-কালো ব্রিগেড। যাদের মধ্যে সব থেকে বেশি উঠে এসেছে স্প্যানিশ ফুটবলার মারিও বার্কোভিলারের কথা।

   

এই ফুটবল সিজনে অতি পরিচিত একটি মুখ হিসেবে উঠে এসেছেন এই ফরোয়ার্ড। আইলিগ সিজনে ইন্টারকাশির জার্সিতে মোট কুড়িটি অ্যাপিয়ারেন্সে ১২টি গোল এবং ১২টি অ্যাসিস্ট থেকেছে এই ফুটবলারের। বলতে গেলে, স্প্যানিশ ফুটবল ক্লাব থেকে ভারতে এসে নিজেকে মেলে ধরতে যথেষ্ট সমর্থ থেকেছেন তিনি।

সেজন্য, নতুন মরশুমে তাকে নিজেদের দলে টানতে মরিয়া টুর্নামেন্টের প্রায় তিনটি ফুটবল ক্লাব। যাদের মধ্যে রয়েছে নতুন দল মহামেডান স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে পাঞ্জাব এফসি ও এফসি গোয়া। তবে আদৌ তিনি কোথায় যাবেন, সেই নিয়ে এখনো নেননি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত।

তবে যতদূর খবর, বছর একত্রিশের এই ফরোয়ার্ডকে পেতে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব। জানা গিয়েছে, ব্ল্যাক প্যান্থার্সদের তরফ থেকে নাকি কথাবার্তা ও শুরু হয়ে গিয়েছে এই ফুটবলারের সঙ্গে। তা অনেকটাই নাকি ইতিবাচক। যদিও আইএসএলের শক্তিশালী দল এফসি গোয়াও তাকে পেতে যথেষ্ট আগ্ৰহী। শেষ পর্যন্ত আদৌ তিনি কোন ক্লাবে যোগ দেন, এখন সেটাই দেখার।