Transfer window: ঈশান পন্ডিতাকে নিতে মরিয়া একাধিক ফুটবল ক্লাব

নতুন মরশুমের জন্য ঘর গোছাতে (Transfer window) মরিয়া প্রত্যেকটি ফুটবল ক্লাব। পুরোনো সমস্ত খামতি ভুলে শক্তিশালী দল তৈরি করে সকলকে চমকে দিতে চাইছে সকলে। এক্ষেত্রে…

Ishan Pandita - Young Indian Footballer, Playing for Club Deportivo Leganes

নতুন মরশুমের জন্য ঘর গোছাতে (Transfer window) মরিয়া প্রত্যেকটি ফুটবল ক্লাব। পুরোনো সমস্ত খামতি ভুলে শক্তিশালী দল তৈরি করে সকলকে চমকে দিতে চাইছে সকলে। এক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই দক্ষিণের এই ফুটবল ক্লাব। সুইডিশ কোচ মিকেল স্টেহরের নির্দেশ মতো দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট।

বিদেশি ফুটবলারদের পাশাপাশি বেশকিছু তরুণ ফুটবলারদের দিকে ও নজর রয়েছে তাদের। পূর্বে শোনা গিয়েছিল মেলবোর্ন সিটির এক ফুটবলারের কথা। যদিও সময়ের সাথে সাথে বদলেছে পরিস্থিতি। যারফলে, কথাবার্তা আর এগোয়নি সেই তারকার সঙ্গে। কিন্তু এরপরে এক সুইডিশ ফুটবলারের দিকে নজর ছিল কেরালার।

   

এছাড়াও দল গঠনের ক্ষেত্রে ইউরোপীয় ফুটবলারদের দিকে বাড়তি নজর রয়েছে মিকেল স্টেহরের ফুটবল ক্লাবের। মূলত মাঝমাঠের শক্তি বাড়াতে নাকি ইউরোপীয় মিডফিল্ডারদের উপর ভরসা রাখতে পারে দল। তবে শুধু খেলোয়াড় চূড়ান্ত করাই নয়। নিজেদের দল থেকে বেশ কিছু ফুটবলারদের বিদায় জানানোর পাশাপাশি লোনের মাধ্যমে অন্যত্র পাঠানোর পরিকল্পনাও রয়েছে কেরালার। ‌

যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত নয় বিষয়টি। এসবের মাঝেই তাদের দলের ভারতীয় তারকা ইশান পণ্ডিতার দিকে নজর পড়েছে আইএসএলের পাশাপাশি আইলিগের বেশ কিছু ফুটবল ক্লাবের। গত সিজন শুরুর আগে দক্ষিণের এই ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন এই সেন্টার ফরোয়ার্ড।

তবে দলের জার্সিতে খুব একটা আহামরি পারফরম্যান্স থাকেনি এই তারকার। মোট ১৫টি ম্যাচ খেলে একটিও গোলের দেখা পাননি তিনি। তাছাড়া গোল কন্ট্রিবিউশনের ক্ষেত্রে ও সেভাবে ছাপ ফেলতে পারেননি এই ফুটবলার। সেইজন্য নতুন সিজনে তাকে অন্যত্র ছেড়ে দিতে মরিয়া ক্লাব। যতদূর খবর, সার্জিও লোবেরার ওডিশা এফসির পাশাপাশি আইলিগের বেশকিছু ক্লাবের তরফ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে তার জন্য। যদিও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এই তারকা।